কয়েক দিন আগে এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তারা বউ-জামাই নিজেরা নিজেরা আলাপ করছিল একটা ফেসবুক পেজের সেল নিয়ে ।
কোনো একটা পেজ আছে, যেখানে কোনো এক সুন্দরী আপু লাইভে এসে প্রডাক্ট সেল করে এবং উনি যেটা দেখায় সেটা নাকি ৫ মিনিটের মধ্যে স্টক আউট হয়ে যায়। তাই তারা আজ লেট করতে চাচ্ছে না। আপুর লাইভ শুরু হলেই ৩০ সেকেন্ডের মধ্যে তারা আজ অর্ডার করবে। আমি মনে মনে হাসছিলাম সে লাইভ করা আপুর মার্কেটিং দেখে। এটাকে বলে FOMO বা Fear of Missing Out.
কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয় না করলে আর পাবেন না কিন্তু। এই যে একটা Miss out Hook দিল, এটা আর কিছুই না জাস্ট একটা মার্কেটিং টুলস । আগে বিজ্ঞাপন দেখতেন টেলিভিশনে আর এখন দেখেন ফেসবুকে। আগে আপনার ওপর FOMO (Fear of Missing Out) অ্যাপ্লাই করা হতো নিউজপেপারের মাধ্যমে, এখন করা হয় ফেসবুকের কোনো এক কনটেন্টের মাধ্যমে।
হাতে কলমে ডিজিটাল মার্কেটিং প্র্যাক্টিস করতে চান?

FOMO মানে হলো আপনার ভেতর একটা তাড়া ক্রিয়েট করা, যেন আপনি অফারটা মিস হয়ে যেতে পারে ভেবে এখনই কিনে নিলেন। এক বড় ভাইকে চিনি তিনি অনলাইনে কোর্স সেল করেন। তাঁর কোর্সের দাম ৯৯৯ টাকা। তিনি তাঁর বিজ্ঞাপনে লেখেন আজকের মধ্যে রেজিস্ট্রেশন করলে এই কোর্সটি পাচ্ছেন মাত্র ৯৯৯ টাকায়। সত্য বলতে কি সারা জীবনের জন্যই কিন্তু এই কোর্সের দাম ৯৯৯ টাকাই, কিন্তু FOMO-এর কারণে আপনি কাল নেওয়ার প্ল্যান থাকলেও সেটা কাল না নিয়ে আজই নিয়ে নেন।
তবে এই টেকনিক অ্যাপ্লাই করতে আপনাকে অবশ্যই কিছুটা জনপ্রিয় হতে হবে আগে থেকেই ।
দারাজের ১১.১১ অফার আমরা কে না চিনি। কম সময়ে দারুণ সব লোভনীয় অফার দিয়ে পুরো দিন আপনাকে মাতিয়ে রাখে। মিস্ট্রি বক্স, ক্যাশ ভাউচার, কুপনসহ নানা সব অফারে আপনি/আমি ডুবে থাকি ।
এছাড়া আউটডোর শপগুলাতে দেখবেন লেখা থাকে ‘৫০ শতাংশ ছাড়’ কিংবা ‘এই অফারে পণ্য কেনার আজই শেষ সুযোগ!এই সব কিছুই ফোমো এফেক্ট (FOMO – Fear Of Missing Out Effect), যা মার্কেটিং সাইকোলজিতে বহুল প্রচলিত একটি টেকনিক। এখানে মূলত আপনার মিসিং ইমোশনকে ট্রিগার করে আপনার বায়িং বিহেভিয়ারকে ম্যানিপুলেট করা হয়।