হয়ে উঠুন একজন স্ট্র্যাটেজি ফোকাসড ফেসবুক মিডিয়া বায়ার এবং শিখুন নতুন নতুন সব ফ্রেমওয়ার্ক এবং পাওয়ারফুল সব মার্কেটিং স্ট্র্যাটেজি
আমরা আপনাকে বুস্টিং শিখাবো না, বরং আমরা আপনাকে এইটা শিখাবো কিভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার, এডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার এবং কমার্স ম্যানেজারের মতন এডভান্স টুলস গুলো ব্যাবহার করে business.facebook.com থেকে একটা প্রফেশনাল এড ক্যাম্পেইন রান করতে পারবেন। মনে রাখবেন, বুস্টিং হলো ফেসবুকের একটা নন প্রফেশনাল টুলস আর এড ক্যাম্পেইন হলো ফেসবুকের একটা প্রফেশনাল এডভারটাইজমেন্ট টুলস।
বাজেট সেট করার বেলায় সাধারণত আমরা ডেইলি বাজেট নিয়ে কাজ করি। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে লাইফটাইম বাজেট নিয়ে ও কাজ করতে পারেন এবং সাথে specific value amount এর সাথে বাজেট শিডিউলিং করতে পারেন এবং এড শিডিউলিং ও করতে পারেন।আর পুরো বাজেটকে ১০০% প্রপার ইউটিলাইজ করার জন্য Ad Set এর পাশাপাশি Campaign Section থেকে ও Highest Volume, Cost per result goal এবং Bid cap এর মাধ্যমে আপনার বাজেটকে কন্ট্রোল করতে পারেন এবং পারফরম্যান্স এর বেসিসে Campaign এর আন্ডারে থাকা মাল্টিপল Ad Set এবং Ad এ বাজেট ডিস্ট্রিবিউট করতে পারেন।
বাংলাদেশের মার্কেটে ম্যাসেজ ক্যাম্পেইন্টাকেই ফেসবুক মার্কেটিং এর একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু দিন বদলাইছে ভাই, ধীরে ধীরে প্রতিটা কোম্পানী ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজের দিকে ঝুকছে। এর মানে হচ্ছে একজন ফেসবুক মার্কেটার হিসেবে আপনাকে ও তবে ওয়েব কনভারসন ক্যাম্পেইন শিখে নিতেই হবে, কারণ এর কোন বিকল্প নাই। প্লাস আপনি যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটে চোখ বুলান তবে দেখতে পাবেন ওখানে ম্যাসেজ ক্যাম্পেইনের কোন অস্তিত্বই নাই। শুধু ট্রাফিক ক্যাম্পেইন, কনভারসন ক্যাম্পেইন আর ক্যাটালগ ক্যাম্পেইনই সেখানে চলে।
তাই আমাদের এই Most Advance Meta Marketing Course এর ভিতর আমরা আপনাদেরকে শিখাবো একটা Web Based Campaign কিভাবে করতে হয়, ডাটা ট্র্যাক করার জন্য একটা javascript code বা pixel কিভাবে ব্যাবহার করতে হয়, আবার ম্যানুয়ালি বা ডাটাফিড ব্যাবহার করে Catalog ই বা কিভাবে বানাতে হয়।
Custom Audience and Lookalie Audience বানাতে পারবেন আপনি আমাদের এই কোর্স শেষ করার পর। Custom Audience মানে হলো আপনার ওয়েবে বা ফেসবুক পেজে যে সকল ইউসার এসে ভিসিট করে গেছে তারা। মাথায় রাখবেন যারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে তাদেরকে আমরা বলি Warm Audience, আর এই Warm Audience কেই আপনি যদি খুজে বের করতে পারেন এবং তাদের Retarget করে আপনার প্রোডাক্টের প্রতি ট্রাস্ট ক্রিয়েট করাতে পারেন তবেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনেক ফাস্ট সেল হয়ে যাবার চান্সেস বেড়ে যায়। আর Lookalike Audience? এইটা নাহয় কোর্সে জয়েন করে এসে শিখে নিবেন।
ফেসবুক এড নিয়ে কাজ করছে আজ ৩/৪/৫ বছর হয়ে গেছে এমন অনেকে ও আছেন যিনি Facebook এর Auction টাই এখনো বুঝে না। দেখুন Facebook ad system টা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে আপনাকে আপনার অন্যান্য কমপিটিটর এর সাথে Facebook Ad Auction বা নিলামে অংশ নিয়ে সেই নিলামে জিতে তারপর নিজের ad কে rank করাতে হবে। আর এই Ranking Process টা ডিপেন্ড করে তিনটা Parameter এর উপরে। আর এই তিন Parameter এর গুণ এবং যোগফল থেকে তৈরি হয় Total Value of your Ad System। আর আপনার Ad System এর Total Value বাড়ানোর সকল উপায় আপনি শিখে যাবেন আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে।
ডিজিটাল মার্কেটিং কেন এতোটা জনপ্রিয় জানেন? কারণ ডিজিটাল আপনাকে ডাটা দেয়। একটা ক্যাম্পেইন রান করেই আপনি জানতে পারবেন আপনার ক্যাম্পেইনের CPM, CPR, CPC, CTR, ROI, ROAS, Relevance Score কত? এই মেট্রিক্সের উপর বেইজ করে আপনি ডিসিশান নিতে পারবেন আপনার CAC বা Customer Acquisition Cost কতো হতে পারে বা আপনার ROAS বা Return on Ad Spending কতো হতে পারে।
আপনার Ad এর CTR বা Click Through Rate থেকে আমরা জানতে পারি টোটাল যেই পরিমাণ Impression আমরা পেয়েছি তার মধ্যে কত % অডিয়েন্স আমাদের এডে ক্লিক করেছে।যখন দেখবেন আপনার CTR বেশি বুঝে নিবেন আপনার এড ক্রিয়েটিভে দম আছে বা আপনার অফার বা ইনসেন্টিভ মানুষ পছন্দ করছে।
আমরা অনেকেই মনে করি একটা Ad রান করে দিলেই আর বুঝি সেল আর সেল। ব্যাপারটা কিন্তু এমন না আসলে। একটা ক্যাম্পেইন রান করার পর আপনাকে সেটা অবসারভেশনে রাখতে হবে এবং সেখান থেকে ডাটা কালেক্ট করে করে এডটাকে স্কেল করতে হবে। একটা এডকে নানান ভাবে স্কেল করা যায়। এর মধ্যে দুইটা ফেমাস মেথড হচ্ছে Horizontal Ad Scaling আরেকটা মেথড হচ্ছে Vertical Ad Scaling. আর এই পুরো স্কেলিং প্রসেসটাকে আমি আপনাকে শিখাবো 3 Phase Scaling Methodology এর মাধ্যমে।
ফেসবুক এডস এ তারাই অনেক বেশি ভালো করে যারা প্রোপারলি টার্গেট কাস্টমারকে ডিফাইন করতে পারে। আর এই টার্গেট কাস্টমারকে ডিফাইন করার জন্য সবার আগে আন্ডারস্ট্যান্ড করা লাগে Buyer Persona.
ফেসবুকে গেলাম কিছু Keyword টাইপ করলাম আর এড দিয়ে দিলাম। আপনি ও কি এই মেথডেই বিশ্বাসী?
তাহলে বাকি সবার মতন আপনি ও ভুল পথে আছেন। সঠিক পথে আসতে হলে আপনাকে শুরুতেই কাস্টমারের Buyer Persona বুঝতে হবে, সেইটা বুঝে একটা বায়ার্স জার্নি বা বায়ার্স পাথ ক্রিয়েট করতে হবে তারপর A/B Testing এর মাধ্যমে Narrow বা Wide দুই ধরনের অডিয়েন্সকেই টার্গেট করতে হবে। পুরা প্রসেস কখনো আমরা Laser Targeted Audience ও তৈরি করে ROAS নিশ্চিত করার চেষ্টা করব।
একটা Media Buying এ যাবার আগে আসলে তার সাথে রিলেভেন্ট অনেক গুলো ইলিমেন্ট ঠিক করে তবেই যাওয়া উচিৎ। এখানে কিছু স্ট্র্যাটেজিক ডিসিশনের জায়গা রয়েছে যেগুলা ঠিক করে তবেই আসলে ক্যাম্পেইনে যাওয়া উচিৎ। যেমন: শুরুতেই প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রাইসিং বুঝে নেয়া উচিৎ। বুঝা উচিৎ রাইট প্রোডাক্টের জন্য রাইট প্রাইসিং করা হয়েছে কিনা। তারপর করা উচিৎ Competitors Analysis, এর পর দেখা উচিৎ বিজনেস অব্জেক্টিভ বা মার্কেটিং গোল, Audience Size, Customer Lifetime Value, Sales Cycle Length, প্রোডাক্ট কি Hight Ticket নাকি Low Ticket, Campaign KPI কি ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।
কখনো কি খেয়াল করেছেন!! আপনি দারাজে একটি ঘড়ি বা ব্যাল্ট দেখে আসার পর ফেইসবুকে আপনাকে সেই ব্যাল্ট আর ঘড়ির এড দেখাতে থাকে? এটা করা সম্ভব হয় Facebook Pixel’র কারণে। আর Facebook Pixel হল এক টুকরা JavaScript কোড। এই কোডটিকে আমরা চাইলে ম্যানুয়ালি ও সেট করতে পারি আবার চাইলে Google Tag Manager এর মাধ্যমে ও সেট করতে পারি। আর এভাবে যাদের ব্রাউজারে আমাদের এই Pixel লোড হয় আমরা আমাদের Event Manager এ তাদের এক্টিভিটি ট্র্যাক করতে পারি এবং পরে তাদের কাছে Retarget Campaign লঞ্চ করতে পারি।
রেকর্ড ক্লাস এতোই ইনডিটেইল হবে যে আপনার মনে কোন প্রশ্নই থাকবে না
প্রতি মাসে মেন্টরের সাথে একটি লাইভ ক্লাস ও একজন ফেসবুক এক্সপার্ট এর সাথে একটি প্রব্লেম সলভিং ক্লাস পাবেন
প্রতিদিনের প্রব্লেম প্রতিদিন সমাধান করে নিতে থাকবে কমিউনিটি সাপোর্ট সিস্টেম
শিখা শেষ? আমরাই আপনাকে একটা রিয়েল প্রজেক্টের সাথে ইনভলভ করিয়ে দিব। যেখানে আপনি রিয়েল একটা ওয়েবসাইট থেকে রিয়েল প্রোডাক্ট সেল করে মার্কেট এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারবেন
লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে জব খুজে পেতে আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করা হবে
মোস্ট কমন ইন্টারভিউ প্রশ্নগুলো নিয়ে একটি সাজানো গোছানো ইন্টারভিউ হ্যান্ডবুক (ইবুক) পেয়ে যাবেন
বিভিন্ন ইন্ডাস্ট্রি এর উপর বেইজ করে রিয়েল সিনারিও সহ একটু মার্কেটিং প্ল্যান ইবুক ও পেয়ে যাবেন
কোর্স শেষে কোর্স কম্পলিশন সার্টিফিকেট তো থাকছেই
ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে না পারলে আমাদের কাছে পেয়ে যাবেন ডলারের সুযোগ সুবিধা সহ অথোরাইজড এড একাউন্ট ফ্যাসিলিটি
Introduction to GTM
Structure of GTM
Tag, Trigger, and Variable
Tag, Trigger, Variable – Part 2
Practically Set Tag, Trigger, and Variable
Variable
Variable Version
Workspace
Version
User Management & Admin
Export & Import Container
Connect GTM to WordPress
Facebook Base Pixel Connect to GTM
Google Tag Assistant
Custom Template Explanation
Click Trigger – Part 1
Button Track – GTM
Pixel as Constant
Page View Event
Delete, Pause, Folder – GTM
Element Visibility Trigger
YouTube Video View
Scroll Depth Event
Add to Cart – GTM
Purchase Trigger
আমাদের মোস্ট এডভান্স মেটা মার্কেটিং কোর্সটি হচ্ছে মূলত একটি প্রিরেকর্ডেড কোর্স। এই কোর্সের সাথে আপনাকে প্রব্লেম সলভিং ক্লাস এবং কমিউনিটি সাপোর্ট দেয়া হবে।
কম্পিউটার বা ল্যাপটপ সাথে ইন্টারনেট এবং ফেসবুক চালাতে জানলেই চলবে। বাকিটুকু আমাদের দায়িত্ব।
না, আমরা কোর্স পারচেজ করার পর কেও কে পেমেন্ট রিফান্ড করি না। সো কোর্সটি পারচেজ করার আগেই আপনাকে অনুরোধ করবো চিন্তা ভাবনা করে কোর্সটি পারচেজ করার জন্য।
কোর্সে এনরোল করার জন্য বা কোর্সের পেমেন্ট করার জন্য উপরের দিকে যে কোন “এখনই এনরোল করুন” বাটনে চাপ দিলে আপনাকে আমাদের পেমেন্ট পেজে পাঠিয়ে দিবে। আর পেমেন্ট পেজে গেলেই আপনি কোর্সে পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ডিটেইল খুজে পাবেন।
সহজ প্রশ্নের সহজ উত্তর, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ১৫/১৬ বছর পড়াশোনা করিয়ে আপনাকে চাকরি বা ইনকামের গ্যারান্টি দিতে পারেনি, সো আমরা জাস্ট ছোট্ট একটা কোর্স করিয়েই আপনাকে কোন ধরনের গ্যারান্টি দিতে পারছি না। তবে এতটুকু কথা দিচ্ছি, আপনি আগের চাইতে অনেক বেশি স্কিল্ড হবেন, অনেক বেশি। আর স্কিল থাকলে কেও ঘরে বসে থাকে না। সো আমরা আশাবাদী আপনি ও থাকবেন না।
আপনি কোর্সে এনরোল করার পর আপনার মেইলে আমাদের একটা প্রাইভেট কমিউনিটির লিংক চলে যাবে। সেই কমিউনিটিতে জয়েন করলেই আপনি সাপোর্ট রিলেটেড সব উত্তর পেতে যাবেন।
আপনার কোর্স এক্সেস লাইফটাইম থাকবে। তবে আপনার কোর্স সাপোর্ট সিস্টেম দুই বছর পর্যন্ত এক্টিভ থাকবে।
ডেফিনিটলি আমাদের কোর্সোটি রেগুলার আপডেট করা হবে। যখন মেটার তরফ থেকে নতুন কোন রুলস বা ফাংশান বা আপডেট আসবে সাথে সাথে কোর্সের ভিতর সেটা আপডেট করে আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়া হবে
খাতির চলছে