ফেসবুক মার্কেটিং এ জিরো থেকে হিরো হবার জন্য

মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাস

হয়ে উঠুন একজন ডাটা ড্রিভেন ফেসবুক মিডিয়া বায়ার এবং শিখুন নতুন নতুন সব ফ্রেমওয়ার্ক এবং পাওয়ারফুল সব মার্কেটিং স্ট্র‍্যাটেজি

কমিউনিটি সাপোর্ট সিস্টেম

প্রবলেম সল্ভিং লাইভ ক্লাস

মোস্ট এডভান্স মডিউল

জেনে নিন

কেন আপনার মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করা উচিত

জানতে নিচের ভিডিওটি দেখুন

Definitely you need a Methodology to win a Campaign

আর এ ক্ষেত্রে আমরা আপনাকে শিখাবো 3 Phase Scaling Methodoly, যেটা পুরো পৃথিবীতেই Split Testing এর মাধ্যমে ফেসবুক এড ক্যাম্পেইন থেকে রেজাল্ট বের করে আনার জন্য একটা প্রুভেন Methodology হিসেবে কাজ করে আসছে।

3 Phase Scaling Methodology

এই Methodology কে আমরা মোট তিন ভাগে ভাগ করেছি। ধরে নেই আমরা কসমেটিক্স সেল করব এবং পুরো ক্যাম্পেইনের জন্য আমাদের বাজেট রয়েছে ৩০০ ডলার। সো আমরা শুরুতেই ৩০০ ডলার বাজেট সেট করে দিয়ে আমাদের ফাইনাল ক্যাম্পেইনটা লঞ্চ করে দিব না। শুরুতে আমরা ১০% বাজেট এলোকেট করব আমাদের এড ক্রিয়েটিভ টেস্টিং এর পিছনে এবং এর জন্য আমরা চাইলে ৩০ ডলারের একটা a/b testing ও করতে পারি আমার Multiple of ad set ক্রিয়েট করে ও আমাদের ক্রিয়েটিভকে টেস্ট করতে পারি। ক্রিয়েটিভ টেস্ট হয়ে গেলে পরের কাজ হলো সেই ক্রিয়েটিভ ব্যাবহার করে সেম উপায়ে আরো ৩০ ডলার খরচ করে অডিয়েন্স টেস্ট করে ফেলা। এইভাবে আমরা যখন মাল্টিপল অফ ক্রিয়েটিভ এবং মাল্টিপল অফ অডিয়েন্স খুজে পাব তখন আমরা আমাদের ফাইনাল ক্যাম্পেইনে যাব মানে অবশিষ্ট ৮০% টাকা স্পেন্ড করবো। ফাইনাল ক্যাম্পেইনে যাবার সময় মাথায় রাখতে হবে এই ক্যাম্পেইনে আমরা অবশ্যই যেনো Content Budget Optimization বা CBO Method এপ্লাই করে যাই। CBO এপ্লিকেশানের ফলে আমাদের Campaign থেকে ROAS বা Return on Ad Spending নিশ্চিত হবার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে।

ফেসবুক মার্কেটিং এ জিরো থেকে হিরো হবার জন্য

আপনি ইফেক্টিভ কিছু শিখতে পারবেন কিনা সেটার একটা ধারণা নিয়ে ফেলি

Let's Explain With and Without Campaign Budget Optimization

Without Campaign Budget Optimization

With Campaign Budget Optimization

আমার ক্লায়েন্ট X যিনি কসমেটিক্স সেল করেন। উনার জন্য একটা ক্যাম্পেইন করতে গিয়ে আমি চাইলে Ad Set level এ যেমন বাজেট সেট করতে পারি ঠিক তেমনি Campaign level এ ও বাজেট সেট করতে পারি, এন্ড এখানেই গেইমটা চেঞ্জ হয়ে যায়। উপরের দুইটা ইমেইজ যদি খেয়াল করেন দেখতে পাবেন একটা ইমেজে Without Campaign Budget Optimization এবং আরেকটা ইমেজ হচ্ছে With Campaign Budget Optimization

Without Campaign এ আমরা বাজেট দিয়েছি Ad Set level এ অর্থাৎ আমার এড ভালো চলুক আর খারাপ চলুক প্রতিটা Ad Set আমার কাছ থেকে ১০ ডলার করে চার্জ করে ফেলবেই। ব্যাপারটা আরেকটু বুঝার জন্য যদি ইমেজের নিচের দিকে তাকান তবে দেখতে পাবেন নিচের দিকে আমরা সেল বা কনভারসনের পরিমাণ ইন্ডিকেট করেছি। প্রতিটা এড সেট সমান ১০ ডলার খরচ করলে ও সেল বা কনভারসন কিন্তু এনেছে কেও কম আবার কেও বেশি। যে বেশি এনেছে তাকা আমরা এপ্রেশিয়েট করি, কিন্তু যারা কম এনেছে তাদের বাজেট গুলা Just Wastage ছাড়া আর কিছুই না।

এইবার আসেন আমরা একটু With Campaign Budget Optimization এর দিকে চোখ বুলাই। এইখানে একটা গেইম চ্যাঞ্জিং ব্যাপার ঘটেছে। এই With মডেলে এসে আমরা বাজেটিকে আর আগের মতন Ad Set level এ দেই নাই। এইখানে আমরা টোটাল বাজেটকে একসাথে একটা ক্যাম্পেইনের আন্ডারে রেখেছি। আর টোটাল বাজেটকে এক সাথে একটা ক্যাম্পেইনের আন্ডারে রাখতে হলে আমাদেরকে CBO বা Campaign Budget Optimization এর হেল্প নেয়া লাগে। আর CBO এর হেল্পে যেটা হয়, Campaign প্রত্যেকটা Ad Set কে Observe করে আর বুঝার চেষ্টা করে কোন Ad Set টা ভালো পার্ফরমেন্স দিচ্ছে। সো ফাইনালি যেই এড সেট ভালো পার্ফরম করে ক্যাম্পেইন মেইনলি সেই এডসেটকেই বেশি বাজেট সরবরাহ করে। ব্যাপারটা বুঝার জন্য একটু With Campaign ইমেজটার দিকে তাকালে বুঝবেন এখানে যেই এডসেট বেশি সেল জেনারেট করেছে সেটাই বেশি বাজেট পেয়েছে আর যারা কম পার্ফরম করেছে তারা কম বাজেট পেয়েছে।

এইবার একটা সামারি করি চলুন, কেন আমরা CBO ব্যাবহার করব বা কেন আমাদের CBO ব্যাবহার করা উচিত? ইমেজের দিকে তাকালে দেখতে পাবেন CBO ছাড়া আমরা ৩০ ডলার বাজেটে সেল পেয়েছি ১০ টা আর CBO সহ ৩০ ডলার বাজেটে আমরা সেল পেয়েছি ১৫ টা।

সো এইবার চয়েজ আপনার জাস্ট বুস্টিং শিখবেন, নাকি স্ট্র্যাটেজিক উপায়ে Facebook Marketing শিখে মাস্টার হবেন!

বেশিরভাগ মার্কেটারই

যে কারণে
একজন কম্পলিট ডেটা-ড্রিভেন
ফেসবুক মার্কেটার হতে পারে না

আপনি ও কি উপরের সমস্যা গুলো ফেইস করছেন?
তাহলে Most Advance Facebook Marketing কোর্সটা আসলেই আপনার জন্য।

Facebook Marketer
হবার জার্নিতে
আপনি
যা কিছু শিখবেন

Meta Marketing and It's Ecosystem

আমরা আপনাকে বুস্টিং শিখাবো না, বরং আমরা আপনাকে এইটা শিখাবো কিভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার, এডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার এবং কমার্স ম্যানেজারের মতন এডভান্স টুলস গুলো ব্যাবহার করে একটা প্রফেশনাল এড ক্যাম্পেইন রান করতে পারবেন। মনে রাখবেন, বুস্টিং হলো ফেসবুকের একটা নন প্রফেশনাল টুলস আর এড ক্যাম্পেইন হলো ফেসবুকের একটা প্রফেশনাল এডভারটাইজমেন্ট টুলস।

আপনি জেনে অবাক হতে পারেন যে, ফেসবুক প্রফেশনালী এড ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কে business.facebook.com নামের আলাদা একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েই রেখেছে। এই ঠিকানাটা শুধু প্রফেশনাল মার্কেটাররাই জানে।

বাজেট এন্ড বিডিং

বাজেট সেট করার বেলায় সাধারণত আমরা ডেইলি বাজেট নিয়ে কাজ করি। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে লাইফটাইম বাজেট নিয়ে ও কাজ করতে পারেন এবং সাথে specific value amount এর সাথে বাজেট শিডিউলিং করতে পারেন এবং এড শিডিউলিং ও করতে পারেন। আর পুরো বাজেটকে ১০০% প্রপার ইউটিলাইজ করার জন্য Ad Set এর পাশাপাশি Campaign Section থেকে ও বাজেটকে কন্ট্রোল করতে পারেন এবং পারফরম্যান্স এর বেসিসে Campaign এর আন্ডারে থাকা মাল্টিপল Ad Set এবং Ad এ বাজেট ডিস্ট্রিবিউট করতে পারেন।

আরো মজার কথা হলো Campaign Budget Optimization এর মাধ্যমে Highest Volume, Cost per result goal এবং Bid cap এর মাধ্যমে আপনার ক্যাম্পেইনের বাজেটকে আরো অনেক বেশি Optimize ও করতে পারেন।

Conversion Campaign, Catalog Ads, Dynamic Ads

বাংলাদেশের মার্কেটে ম্যাসেজ ক্যাম্পেইন্টাকেই ফেসবুক মার্কেটিং এর একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু দিন বদলাইছে ভাই, ধীরে ধীরে প্রতিটা কোম্পানী ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজের দিকে ঝুকছে। এর মানে হচ্ছে একজন ফেসবুক মার্কেটার হিসেবে আপনাকে ও তবে ওয়েব কনভারসন ক্যাম্পেইন শিখে নিতেই হবে, কারণ এর কোন বিকল্প নাই। প্লাস আপনি যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটে চোখ বুলান তবে দেখতে পাবেন ওখানে ম্যাসেজ ক্যাম্পেইনের কোন অস্তিত্বই নাই। শুধু ট্রাফিক ক্যাম্পেইন, কনভারসন ক্যাম্পেইন আর ক্যাটালগ ক্যাম্পেইনই সেখানে চলে।

তাই আমাদের এই Most Advance Meta Marketing Course এর ভিতর আমরা আপনাদেরকে শিখাবো একটা Web Based Campaign কিভাবে করতে হয়, ডাটা ট্র‍্যাক করার জন্য একটা javascript code বা pixel কিভাবে ব্যাবহার করতে হয়, আবার ম্যানুয়ালি বা ডাটাফিড ব্যাবহার করে Catalog ই বা কিভাবে বানাতে হয়।

Retargeting or Remarketing

Custom Audience and Lookalie Audience বানাতে পারবেন আপনি আমাদের এই কোর্স শেষ করার পর। Custom Audience মানে হলো আপনার ওয়েবে বা ফেসবুক পেজে যে সকল ইউসার এসে ভিসিট করে গেছে তারা। মাথায় রাখবেন যারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে তাদেরকে আমরা বলি Warm Audience, আর এই Warm Audience কেই আপনি যদি খুজে বের করতে পারেন এবং তাদের Retarget করে আপনার প্রোডাক্টের প্রতি ট্রাস্ট ক্রিয়েট করাতে পারেন তবেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনেক ফাস্ট সেল হয়ে যাবার চান্সেস বেড়ে যায়। আর Lookalike Audience? এইটা নাহয় কোর্সে জয়েন করে এসে শিখে নিবেন।

Facebook Ad Auction

ফেসবুক এড নিয়ে কাজ করছে আজ ৩/৪/৫ বছর হয়ে গেছে এমন অনেকে ও আছেন যিনি Facebook এর Auction টাই এখনো বুঝে না। দেখুন Facebook ad system টা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে আপনাকে আপনার অন্যান্য কমপিটিটর এর সাথে Facebook Ad Auction বা নিলামে অংশ নিয়ে সেই নিলামে জিতে তারপর নিজের ad কে rank করাতে হবে। আর এই Ranking Process টা ডিপেন্ড করে তিনটা Parameter এর উপরে। আর এই তিন Parameter এর গুণ এবং যোগফল থেকে তৈরি হয় Total Value of your Ad System। আর আপনার Ad System এর Total Value বাড়ানোর সকল উপায় আপনি শিখে যাবেন আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে।

Campaign Metrics

ডিজিটাল মার্কেটিং কেন এতোটা জনপ্রিয় জানেন? কারণ ডিজিটাল আপনাকে ডাটা দেয়। একটা ক্যাম্পেইন রান করেই আপনি জানতে পারবেন আপনার ক্যাম্পেইনের CPM, CPR, CPC, CTR, ROI, ROAS, Relevance Score কত? এই মেট্রিক্সের উপর বেইজ করে আপনি ডিসিশান নিতে পারবেন আপনার CAC বা Customer Acquisition Cost কতো হতে পারে? আপনার ROAS বা Return on Ad Spending কতো হতে পারে।

একটা এক্সাম্পল দেখি চলুন: ধরুন আপনি একটা ক্লথিং বিজনেস করছেন এবং নিজের ব্র‍্যান্ডের জন্য ক্লথিং এড চালাচ্ছেন। এখন ফেবুকের বিভিন্ন মেট্রিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি নিজে ডিসিশান নিতে পারবেন আপনার এড কেমন পারফর্ম করছে, আপনার ক্রিয়েটিভ কতটা ভালো হইছে বা খারাপ হইছে, আপনার এডে অডিয়েন্স ক্লিক করছে কিনা ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।

ধরি আপনার Ad এর CTR বা Click Through Rate থেকে আমরা জানতে পারি টোটাল যেই পরিমাণ Impression আমরা পেয়েছি তার মধ্যে কত % অডিয়েন্স আমাদের এডে ক্লিক করেছে। যখন দেখবেন আপনার CTR বেশি বুঝে নিবেন আপনার এড ক্রিয়েটিভে দম আছে বা আপনার অফার বা ইনসেন্টিভ মানুষ পছন্দ করছে। আর যখন দেখবেন CTR অনেক কম তখন বুঝে নিতে হবে এড ক্রিয়েটিভে প্রব্লেম আছে। মানুষ আপনার সাথে কোন এক অজানা কারণে এনগেজ হচ্ছে না বা হতে পছন্দ করছে না।

সব সময় মাথায় রাখবেন সঠিক হেডলাইন বা এড কপি আপনার CTR রেট বাড়িয়ে দিবে কম করে হলে ও ৩০%।

Campaign Scaling Method

আমরা অনেকেই মনে করি একটা Ad রান করে দিলেই আর বুঝি সেল আর সেল। ব্যাপারটা কিন্তু এমন না আসলে। একটা ক্যাম্পেইন রান করার পর আপনাকে সেটা অবসারভেশনে রাখতে হবে এবং সেখান থেকে ডাটা কালেক্ট করে করে এডটাকে স্কেল করতে হবে। একটা এডকে নানান ভাবে স্কেল করা যায়। এর মধ্যে দুইটা ফেমাস মেথড হচ্ছে Horizontal Ad Scaling আরেকটা মেথড হচ্ছে Vertical Ad Scaling. আর এই পুরো স্কেলিং প্রসেসটাকে আমি আপনাকে শিখাবো 3 Phase Scaling Methodology এর মাধ্যমে।

Target Group Understand

ফেসবুক এডস এ তারাই অনেক বেশি ভালো করে যারা প্রোপারলি টার্গেট কাস্টমারকে ডিফাইন করতে পারে। আর এই টার্গেট কাস্টমারকে ডিফাইন করার জন্য সবার আগে আন্ডারস্ট্যান্ড করা লাগে Buyer Persona.

ফেসবুকে গেলাম কিছু Keyword টাইপ করলাম আর এড দিয়ে দিলাম। আপনি ও কি এই মেথডেই বিশ্বাসী?

তাহলে বাকি সবার মতন আপনি ও ভুল পথে আছেন। সঠিক পথে আসতে হলে আপনাকে শুরুতেই কাস্টমারের Buyer Persona বুঝতে হবে, সেইটা বুঝে একটা বায়ার্স জার্নি বা বায়ার্স পাথ ক্রিয়েট করতে হবে তারপর A/B Testing এর মাধ্যমে Narrow বা Wide দুই ধরনের অডিয়েন্সকেই টার্গেট করতে হবে। পুরা প্রসেস কখনো আমরা Laser Targeted Audience ও তৈরি করে ROAS নিশ্চিত করার চেষ্টা করব।

Strategy Focus Media Planning

একটা Media Buying এ যাবার আগে আসলে তার সাথে রিলেভেন্ট অনেক গুলো ইলিমেন্ট ঠিক করে তবেই যাওয়া উচিৎ। এখানে কিছু স্ট্র‍্যাটেজিক ডিসিশনের জায়গা রয়েছে যেগুলা ঠিক করে তবেই আসলে ক্যাম্পেইনে যাওয়া উচিৎ। যেমন: শুরুতেই প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রাইসিং বুঝে নেয়া উচিৎ। বুঝা উচিৎ রাইট প্রোডাক্টের জন্য রাইট প্রাইসিং করা হয়েছে কিনা। তারপর করা উচিৎ Competitors Analysis, এর পর দেখা উচিৎ বিজনেস অব্জেক্টিভ বা মার্কেটিং গোল, Audience Size, Customer Lifetime Value, Sales Cycle Length, প্রোডাক্ট কি Hight Ticket নাকি Low Ticket, Campaign KPI কি ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।

Data Tracking and Measurement

কখনো কি খেয়াল করেছেন, আপনি দারাজে একটি ঘড়ি বা ব্যাল্ট দেখে আসার পর ফেইসবুকে আপনাকে সেই ব্যাল্ট আর ঘড়ির এড দেখাতে থাকে? এটা করা সম্ভব হয় Facebook Pixel’র কারণে। Facebook Pixel হল এক টুকরা JavaScript কোড। এই কোডটিকে আমরা ফেসবুক থেকে নিয়ে আমাদের ওয়েবসাইটে জুড়ে দিলে কোন ইউজার যখন আমাদের সাইট ভিজিট করে তখন এই কোডটি সেই ইউজারের ব্রাউজারে লোড হয়। আর এভাবে যাদের ব্রাউজারে আমাদের এই Pixel লোড হয় আমরা আমাদের Event Manager এ তাদের এক্টিভিটি ট্র‍্যাক করতে পারি এবং পরে তাদের কাছে Retarget Campaign লঞ্চ করতে পারি।

একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ আমাদের ওয়েবে আসল এটা একটা ঘটনা আবার এসে নীল রঙের শার্ট দেখলো, কোন একটা বাটনে প্রেস করল এখানে আরো ২টা ঘটনা ঘটল। তারপর সে কিছু একটা কিনল তাইলে এটা আরো একটা ঘটনা। তোহ Pixel এর কাছে এমন প্রতিটা ঘটনাই হল এক একটা Event। আপনার সাইটে ইউজারের করা প্রতিটা একটিভিটিই Pixel ট্রেক করে Event হিসেবে Event Manager এ পাঠিয়ে দেয়। আর সেখান থেকেই আমরা ডাটা কালেক্ট করি এবং শেষে Measure করি

কোর্সে আপনি পাচ্ছেন

এই কোর্স থেকে যে সমস্ত ভ্যালু আপনাকে দেয়া হবে

৬০+ ঘন্টার প্রি রেকর্ডেড ক্লাস

রেকর্ড ক্লাস এতোই ইনডিটেইল হবে যে আপনার মনে কোন প্রশ্নই থাকবে না

মান্থলি লাইভ ক্লাস

প্রতি মাসে মেন্টরের সাথে একটি লাইভ ক্লাস ও একজন ফেসবুক এক্সপার্ট এর সাথে একটি প্রব্লেম সলভিং ক্লাস পাবেন

কমিউনিটি সাপোর্ট

প্রতিদিনের প্রব্লেম প্রতিদিন সমাধান করে নিতে থাকবে কমিউনিটি সাপোর্ট সিস্টেম

প্র্যাক্টিসের জন্য রিয়েল প্রজেক্ট

শিখা শেষ? আমরাই আপনাকে একটা রিয়েল প্রজেক্টের সাথে ইনভলভ করিয়ে দিব। যেখানে আপনি রিয়েল একটা ওয়েবসাইট থেকে রিয়েল প্রোডাক্ট সেল করে মার্কেট এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারবেন

ক্যারিয়ার গাইডলাইন

লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে জব খুজে পেতে আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করা হবে

ইন্টারভিউ হ্যান্ডবুক

মোস্ট কমন ইন্টারভিউ প্রশ্নগুলো নিয়ে একটি সাজানো গোছানো ইন্টারভিউ হ্যান্ডবুক (ইবুক) পেয়ে যাবেন

মার্কেটিং প্ল্যানবুক

বিভিন্ন ইন্ডাস্ট্রি এর উপর বেইজ করে রিয়েল সিনারিও সহ একটু মার্কেটিং প্ল্যান ইবুক ও পেয়ে যাবেন

সার্টিফিকেট

কোর্স শেষে কোর্স কম্পলিশন সার্টিফিকেট তো থাকছেই

ডলার সাপোর্ট

ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে না পারলে আমাদের কাছে পেয়ে যাবেন ডলারের সুযোগ সুবিধা সহ অথোরাইজড এড একাউন্ট ফ্যাসিলিটি

কনফিউজড?

আসুন দেখি কোর্সটি আপনার জন্য কিনা?

যারা একদম বেসিক কোন নলেজ ছাড়াই ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান

যার একটা বিজনেস আছে বা যিনি নতুন উদ্যোক্তা হতে চান

যারা ইতোমধ্যে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন কিন্তু মোস্ট এডভান্স টপিক গুলো কাভার করতে চান

ইন্টারন্যাশনাল মার্কেটে বা মার্কেটপ্লেসে কাজ করতে চান

কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যিনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান

যারা নিজের একটা মার্কেটিং এজেন্সি শুরু করতে চান

কোর্স মডিউল

এই কোর্সের ভিতর যা কিছু আপনাকে শেখানো হবে

Meta Marketing and It's Ecosystem

Secret Sauce of Facebook Marketing

Buyer Persona

Career in Facebook

Facebook Ads Ecosystem

customer temperature

FB page creation edited

Facebook Page Optimization

Process of Meta Marketing

Process of facebook marketing.autosave

BABY AD

Ad delivery process

Boosting vs ad campaign

Understanding Business Manager

Understanding of Business Manager

Creation of Business Manager

Introduction to Facebook Suits

Business Manager Overview

Facebook Account Optimization

Create ad account.autosave

Business Page connect

Card Info

introuction to Ad objective

FACEBOOK JARGOMN

INSRAGRAM CONNECT

Campaign structure copy

Different Ads Objective

New Campaign objective introduction

Reach vs Brand Awareness

Traffic objective Vs Conversion Objective

Campaign and Budget

Optimization and Ad Delivery

Brand Safety And Suitability – done

Location Setting.autosave

Detail Targetting

Ad Delivery

Audience Insight

Budgeting and Scheduling

Call ad

Get your competitor’s audience

Laser targeted audience

Optimization and ad delivery

Per USD costing

Budget and Ad Scheduling

Ew Lesson

Creating Facebook Ads like a PRO

Setting new ad

Creating facebook ads like a pro

Facebook Ads Guide

Multiple ad set and ad

Maximize your Ad result

Maximize your ad result

RETARGETING Aidience Hack

AB Testing

Ad Research

AB Test

carpet bombing method

Ad Research 2

Save, Custom and Lookalike Audience

Ad fatigue, Overlap and Fragmentation

Ad fatigue

Reduce auction overlap

Reduce audience fragmentation

Save your account from restrictions

Ad account restriction

Facebook Ad Policies

Start Selling

Approach to be a Brand

First branding then Selling

Start Selling your FB Marketing Skills

Conversion Campaign

Conversion Ad

Data source intro (part 1)

Data source intro (part 2)

Data source intro (part 3)

Event Manager Intro 1

Event Manager Introduction 2

Understanding event data edit 2

Pixel setup

pixel helper

Pixel Connection Manually

pixel removal edit 2

pixel understand edit 2

Event Manager

What is Event

What is Event Setup

Event Setup Tool

Practical usage of Standard Event

More about practically Standard Event setup

Track purchase

Track ad to cart

Page View Event

Practical explanation of Standard Event

Understanding Standard Event

Retargetting by Website

Ad to Cart Event Custom

All Visitor Custom Audience

Look a like Audience – Web Source

Specific Webpage – custom

Standard Event Custom Audience

Visitors by Time Spent

Dynamic Ad

Collecton Ad And Instant Experience Ad

Dynamic Creative

Inatant Experience – Customer Aquisition

Scaling Your Facebook Ads

Types of scalling-edit (hs e only audience based scalling hobe no creative

Scaling Method

Reduce Like cost

Scaling

Which scaling model better?

Reporting

Break Down

Explain Column

Facebook Reporting

Commerce Manager & Catalog

Catalog 1

Catalog 2

Catalog 3

Catalog Data Feed

Case Study

Asus
Avon
Byju
Nespresso
Vua Nem
The Good Glam Group
Ending

কোর্স মেন্টর

রাসেল এ কাউসার

হ্যালো, আমি রাসেল এ কাউসার, একজন ডিজিটাল মার্কেটার, বেস্ট সেলার লেখক, অন্ট্রেপ্রনার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং ট্রেইনার। গত ৭ বছর ধরে নিজের মার্কেটিং এজেন্সি “Team Digital” থেকে দেশি বিদেশি অসংখ্য ব্র‍্যান্ডের সাথে কাজ করেছি, বাংলাদেশ সরকারের “Digital Entrepreneurship” বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে একজন ট্রেইনার হদায়িত্ব পালন করেছি, Ostad এর মতন দেশ সেরা ট্রেইনিং প্ল্যাটফর্মে এক হাজারের বেশি স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হতে হেল্প করেছি।

ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে আরেকটু স্পেসিকভাবে যদি বলি একজন ফ্রিল্যান্সার, একজন উদ্যোক্তা এবং একজন ডিজিটাল কন্সাল্টেন্ট হিসেবে গত ৭ বছরে আমার যে এক্সএরিয়েন্স মূলত সেই এক্সপেরিয়েন্সটাই আমি এখানে "Most Advance Meta Marketing MasterClass" প্রোগ্রামের ভিতর আপনাকে শিখাতে যাচ্ছি।

🎁

কোর্স বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

কোর্সটি কিনব কিভাবে?

কিভাবে কোর্সটি কিনবেন?
কিভাবে কোর্স এক্সেস পাবেন?
কিভাবে সাপোর্ট সিস্টেমে জয়েন হবেন?

মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাস যেহেতু একটি প্রিরেকর্ডেড কোর্স তাই আপনি “এখনই এনরোল করুন” বাটনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করার এক ঘন্টার মধ্যেই আপনার ইমেইল আইডিতে আমাদের লগিন ডিটেইল সহ Confirmation ইমেইল এবং কোর্সের Access পেয়ে যাবেন। আর হ্যা সাথে Learning Mate Private Community এর একটা সিক্রেট লিংকও পাবেন। কোর্স চলাকালীন যে কোন সাপোর্টের জন্য আমাদের সিক্রেট গ্রুপে মাস্ট জয়েন হয়ে নিবেন।

আমাদের মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাসে আপনি জয়েন করুন আর না করুন আপনার জন্য রইলো শুভকামনা।

আপনাদের

সচরাচর জিজ্ঞাসা

আমাদের মোস্ট এডভান্স মেটা মার্কেটিং কোর্সটি হচ্ছে মূলত একটি প্রিরেকর্ডেড কোর্স। এই কোর্সের সাথে আপনাকে প্রব্লেম সলভিং ক্লাস এবং কমিউনিটি সাপোর্ট দেয়া হবে।

কম্পিউটার বা ল্যাপটপ সাথে ইন্টারনেট এবং ফেসবুক চালাতে জানলেই চলবে। বাকিটুকু আমাদের দায়িত্ব।

না, আমরা কোর্স পারচেজ করার পর কেও কে পেমেন্ট রিফান্ড করি না। সো কোর্সটি পারচেজ করার আগেই আপনাকে অনুরোধ করবো চিন্তা ভাবনা করে কোর্সটি পারচেজ করার জন্য।

কোর্সে এনরোল করার জন্য বা কোর্সের পেমেন্ট করার জন্য উপরের দিকে যে কোন “এখনই এনরোল করুন” বাটনে চাপ দিলে আপনাকে আমাদের পেমেন্ট পেজে পাঠিয়ে দিবে। আর পেমেন্ট পেজে গেলেই আপনি কোর্সে পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ডিটেইল খুজে পাবেন।

সহজ প্রশ্নের সহজ উত্তর, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ১৫/১৬ বছর পড়াশোনা করিয়ে আপনাকে চাকরি বা ইনকামের গ্যারান্টি দিতে পারেনি, সো আমরা জাস্ট ছোট্ট একটা কোর্স করিয়েই আপনাকে কোন ধরনের গ্যারান্টি দিতে পারছি না। তবে এতটুকু কথা দিচ্ছি, আপনি আগের চাইতে অনেক বেশি স্কিল্ড হবেন, অনেক বেশি। আর স্কিল থাকলে কেও ঘরে বসে থাকে না। সো আমরা আশাবাদী আপনি ও থাকবেন না।

আপনি কোর্সে এনরোল করার পর আপনার মেইলে আমাদের একটা প্রাইভেট কমিউনিটির লিংক চলে যাবে। সেই কমিউনিটিতে জয়েন করলেই আপনি সাপোর্ট রিলেটেড সব উত্তর পেতে যাবেন।

আপনার কোর্স এক্সেস লাইফটাইম থাকবে। তবে আপনার কোর্স সাপোর্ট সিস্টেম দুই বছর পর্যন্ত এক্টিভ থাকবে।

ডেফিনিটলি আমাদের কোর্সোটি রেগুলার আপডেট করা হবে। যখন মেটার তরফ থেকে নতুন কোন রুলস বা ফাংশান বা আপডেট আসবে সাথে সাথে কোর্সের ভিতর সেটা আপডেট করে আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়া হবে

Most Advance Facebook Marketing Masterclass

5,000৳