সার্ভার সাইড ট্র্যাকিং এ মাস্টার হবার জন্য
সার্ভার সাইড ট্র্যাকিং

Why Facebook Server Side Tracking?
ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং কি?
Facebook Server Side Tracking একটি নতুন উপায় যা দিয়ে আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনের পারফরম্যান্স মাপতে পারেন, যেখানে আপনার ডেটা ব্রাউজার রেস্ট্রিকশন (Safari) বা প্রাইভেসি টুলস (Ad blockers) দ্বারা প্রভাবিত হবে না। ক্লায়েন্ট সাইড ট্র্যাকিংয়ের পরিবর্তে, যেখানে ট্র্যাকিং পিক্সেল এবং কুকিজ সরাসরি আপনার ভিজিটরদের ব্রাউজারে রাখা হয়, Server Side Tracking ডেটা প্রথমে আপনার নিজস্ব সার্ভারে পাঠায়। এরপর সেই সার্ভার থেকে ডেটা আবার Facebook (Meta)-এ ফরওয়ার্ড করা হয়।
এটার মানে হল, যখন একজন ইউজার আপনার ওয়েবসাইটে কোন অ্যাকশন নেয়, যেমন অ্যাডে ক্লিক করা বা পণ্য ক্রয় করা, তখন তথ্য প্রথমে আপনার নিজস্ব সার্ভারে পাঠানো হয়, তারপর সেটি Facebook-এ ফরওয়ার্ড করা হয়। এর ফলে আপনি Facebook এবং অন্যান্য প্ল্যাটফর্মের সাথে শেয়ার করা আপনার ডেটার উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

Why Facebook Server Side Tracking?
Facebook Server Side Tracking কেন প্রয়োজন?
তৃতীয় পক্ষের কুকিজের উপর নির্ভরশীলতা কমান
তৃতীয় পক্ষের কুকিজ মার্কেটারদের জন্য একটি শক্তিশালী টুল হলেও, এটি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য প্রাইভেসি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। দিন দিন আরও বেশি ব্রাউজার, সফটওয়্যার এবং স্মার্টফোন তৃতীয় পক্ষের কুকিজ ব্লক করছে। ২০২৪ সালের মধ্যে সমস্ত বড় প্লেয়ার এই কুকিজ ব্যান করবে। Server Side Tracking আপনার ডেটা রেকর্ডিং ১০০% সঠিক রাখার সমাধান প্রদান করে।
Server Side Tracking এমন একটি সমাধান যা আপনাকে মানুষের প্রাইভেসি লঙ্ঘন না করেই আপনার Facebook বিজ্ঞাপন কতটা কার্যকর তা মাপতে দেয়। Server Side Tracking তৃতীয় পক্ষের কুকিজ ছাড়াই আপনার ট্র্যাকিং ১০০% সঠিক রাখার সুযোগ দেয়। এইভাবে আপনি কোন বিজ্ঞাপন সফল এবং কোনটি নয় তা ট্র্যাক করতে পারবেন এবং আপনার Facebook ক্যাম্পেইন আরও অপটিমাইজ করতে পারবেন।


GDPR কমপ্লায়েন্ট Server Side Tracking
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
সঠিক কনভার্সন ট্র্যাকিং Facebook ক্যাম্পেইনের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় পক্ষের কুকিজ ব্লক হওয়ায় ১০-৩০% ডেটা মিস হচ্ছে, যা একটি সমস্যা।
Server Side Tracking ডেটা সমৃদ্ধ করতে সাহায্য করে এবং এটি Google Tag Manager-এ পাঠাতে দেয়। Server Container HTTP API এন্ডপয়েন্ট হিসেবে কাজ করে, যা আপনার CRM ডেটা পাঠানোর সুযোগ দেয়।

জেনে নিন
কেন আপনার সার্ভার সাইড ট্র্যাকিং কোর্সে জয়েন করা উচিত
জানতে নিচের ভিডিওটি দেখুন

Google Tag Manager

Google Analytics 4

Pixel Set-up

E-Commerce Tracking

Server Side Tracking

Convertion API Set-up
সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ করুন
সার্ভারে ট্র্যাকিং এন্ডপয়েন্ট তৈরি করুন
ক্লায়েন্ট সাইড থেকে ডেটা পাঠান
ডেটা প্রোসেস করুন
থার্ড-পার্টি প্ল্যাটফর্মে ডেটা পাঠান
ডেটার সঠিকতা যাচাই করুন
প্রাইভেসি নিশ্চিত করুন
Dual Heading Example
Insert a meaningful line to evaluate the headline.
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
Server side tracking GDPR মেনে চলতে সাহায্য করে গ্রাহকদের প্রাইভেসি সুরক্ষিত রাখে। TAGGRS এই প্রক্রিয়াটি সহজ করে, আপনাকে ডেটা শেয়ার করার নিয়ন্ত্রণ দেয় এবং ব্যক্তিগত ডেটা ফিল্টার করার সুবিধা দেয়।
বিশ্বব্যাপী সার্ভার সহ, TAGGRS নিশ্চিত করে যে ডেটা EU সীমানার মধ্যে সংরক্ষিত থাকে, যা GDPR কমপ্লায়েন্ট। TAGGRS এর মাধ্যমে Server Side Tracking আপনাকে মূল্যবান ডেটা সংগ্রহ করতে সাহায্য করে, আবার প্রাইভেসি রক্ষা করে।
আমাদের স্টুডেন্টরা এই প্রোগ্রাম সম্পর্কে কি বলে



TOPIC 1
গুগল ট্যাগ ম্যানেজার (GTM)
Google Tag Manager (GTM) একটি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম যা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে বিভিন্ন ট্র্যাকিং ট্যাগ (যেমন Google Analytics, Facebook Pixel, Google Ads Conversion Tracking) সহজে এবং দ্রুত ইনস্টল ও ম্যানেজ করতে সাহায্য করে। GTM ব্যবহার করার মাধ্যমে কোডে পরিবর্তন না করেই নতুন ট্যাগ যোগ করা যায়, যা ট্র্যাকিং ব্যবস্থাকে অনেক বেশি সুবিধাজনক এবং দ্রুত করে তোলে।
TOPIC 2
গুগল অ্যানালিটিক্স (GA4)
Google Analytics একটি শক্তিশালী ওয়েব অ্যানালিটিক্স টুল যা ওয়েবসাইটের ট্রাফিক, ইউজার ইন্টারঅ্যাকশন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করে, যাতে আপনি আরও ভালভাবে বুঝতে পারেন আপনার দর্শকরা কীভাবে ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন এবং কীভাবে তাদের আরও আকৃষ্ট করা যায়।
TOPIC 3
ডেটা লেয়ার এবং ই-কমার্স ট্র্যাকিং
ডেটা লেয়ার হল একটি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যা ওয়েবসাইটের বিভিন্ন ইন্টারঅ্যাকশন ডেটা সংরক্ষণ করে এবং এটি GTM বা অন্য ট্র্যাকিং টুলসের সাথে ইন্টিগ্রেট করা হয়। E-commerce Tracking এর মাধ্যমে আপনি পণ্যের দর্শন, কার্ট অ্যাড, পেমেন্ট এবং অর্ডার কনভার্শন ইভেন্টগুলো ট্র্যাক করতে পারবেন, যা আপনার অনলাইন শপের পারফরম্যান্স বিশ্লেষণ করতে সাহায্য করে।
TOPIC 4
ব্রাউজার-সাইড ট্র্যাকিং
ব্রাউজার সাইড ট্র্যাকিং হলো সেই পদ্ধতি যেখানে ডেটা ইউজারের ব্রাউজার থেকে সরাসরি সার্ভার বা থার্ড-পার্টি প্ল্যাটফর্ম (যেমন Google Analytics, Facebook Pixel) এ পাঠানো হয়। এটি সাধারণত JavaScript কোড ব্যবহার করে পরিচালিত হয় এবং ব্রাউজারের কুকি এবং ক্যাশে ডেটা সংগ্রহ করতে সহায়তা করে।
TOPIC 5
সার্ভার কনটেইনার
Server Container হল GTM এর একটি নতুন বৈশিষ্ট্য যা সার্ভার সাইড ট্র্যাকিং ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। এতে ডেটা সরাসরি সার্ভারে প্রোসেস হয় এবং ক্লায়েন্ট সাইডে পাঠানো হয় না, যার ফলে এটি আরো সুরক্ষিত এবং দ্রুত হয়। এটি বিশেষভাবে কার্যকর যখন আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ট্র্যাকিং ট্যাগ থাকে এবং আপনি তাদের দ্রুত ও নিরাপদভাবে পরিচালনা করতে চান।
TOPIC 6
সার্ভার-সাইড ট্র্যাকিং
সার্ভার-সাইড ট্র্যাকিং হলো একটি ট্র্যাকিং পদ্ধতি যেখানে ইউজারের ডেটা ক্লায়েন্ট সাইডের পরিবর্তে সার্ভার থেকে প্রোসেস করা হয়। এতে ডেটা আরও সুরক্ষিত থাকে এবং অ্যাড ব্লকার বা ব্রাউজারের প্রাইভেসি সেটিংস দ্বারা ডেটা হারানোর সম্ভাবনা কম থাকে। এটি ব্যবহার করে আপনি সার্ভার থেকে সরাসরি ডেটা পাঠাতে পারেন যেমন Google Analytics বা Facebook Pixel এর মতো প্ল্যাটফর্মে।
TOPIC 7
ফেসবুক কনভার্শন এপিআই
Facebook Conversion API হলো একটি টুল যা ফেসবুকের সার্ভারে সরাসরি ডেটা পাঠাতে সাহায্য করে। এটি ব্রাউজার সাইডের ট্র্যাকিং পদ্ধতির পরিবর্তে সার্ভার সাইড থেকে ডেটা পাঠানোর মাধ্যমে কনভার্শন ট্র্যাকিং আরও নির্ভুল এবং নিরাপদ করে তোলে। এর মাধ্যমে আপনি ফেসবুক অ্যাড কেম্পেইনগুলির কার্যকারিতা আরও ভালোভাবে ট্র্যাক করতে পারেন এবং অ্যাড কেম্পেইন অপটিমাইজ করতে পারেন।
TOPIC 8
গুগল অ্যাডস কনভার্শন
Google Ads Conversion Tracking হলো একটি টুল যা আপনার গুগল অ্যাড কেম্পেইনগুলির কার্যকারিতা ট্র্যাক করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কতজন ইউজার আপনার অ্যাড দেখে ওয়েবসাইটে এসেছেন এবং কনভার্শন (যেমন, পণ্য কেনা বা ফর্ম পূরণ) করেছেন। এটি আপনাকে আপনার অ্যাড কেম্পেইনগুলিকে আরও ভালভাবে অপটিমাইজ করতে সাহায্য করে এবং ROI বাড়াতে সহায়ক।
কোর্স টি কাদের জন্য?
আসুন দেখি কোর্সটি আপনার জন্য কিনা?

ডাটা-এর সঠিকতা বৃদ্ধি
ক্লায়েন্ট-সাইড ট্র্যাকিং-এ ব্রাউজার-এর সীমাবদ্ধতা, অ্যাড ব্লকার এবং কুকি-এর সমস্যার কারণে অনেক সময় ডাটা হারিয়ে যায়। কিন্তু সার্ভার-সাইড ট্র্যাকিং-এ এই সমস্যা হয় না, কারণ এটি ডাটা সরাসরি সার্ভার থেকে প্রসেস করে, যা ডাটা-কে আরও সঠিক এবং নির্ভরযোগ্য করে তোলে।

প্রাইভেসি কমপ্লায়েন্স উন্নত করা
GDPR এবং CCPA-এর মতো প্রাইভেসি নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখতে সার্ভার-সাইড ট্র্যাকিং অনেক কার্যকর। এটি ব্যবহারকারীর ডাটা আরও সুরক্ষিতভাবে সংগ্রহ এবং স্থানান্তর করতে সাহায্য করে, যা ব্যবহারকারীর গোপনীয়তাকে ভালোভাবে রক্ষা করে।

অ্যাড পারফরম্যান্স সঠিকভাবে মাপা
সার্ভার-সাইড ট্র্যাকিং-এর মাধ্যমে কনভার্শন, ক্লিক-থ্রু রেট এবং ROI-এর সঠিক ডাটা পাওয়া যায়। এর ফলে আপনি আপনার অ্যাড ক্যাম্পেইন আরও ভালোভাবে অপ্টিমাইজ করতে পারবেন এবং আরও ভালো ফলাফল অর্জন করতে পারবেন।
কোর্স মেন্টর
রাসেল এ কাউসার
হ্যালো, আমি রাসেল এ কাউসার, একজন ডিজিটাল মার্কেটার, বেস্ট সেলার লেখক, অন্ট্রেপ্রনার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং ট্রেইনার। গত ৭ বছর ধরে নিজের মার্কেটিং এজেন্সি “Team Digital” থেকে দেশি বিদেশি অসংখ্য ব্র্যান্ডের সাথে কাজ করেছি, বাংলাদেশ সরকারের “Digital Entrepreneurship” বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে একজন ট্রেইনায়ের দায়িত্ব পালন করেছি, Ostad এর মতন দেশ সেরা ট্রেইনিং প্ল্যাটফর্মে এক হাজারের বেশি স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হতে হেল্প করেছি।


ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে আরেকটু স্পেসিকভাবে যদি বলি একজন ফ্রিল্যান্সার, একজন উদ্যোক্তা এবং একজন ডিজিটাল কন্সাল্টেন্ট হিসেবে গত ৭ বছরে আমার যে এক্সএরিয়েন্স মূলত সেই এক্সপেরিয়েন্সটাই আমি এখানে "Most Advance Meta Marketing MasterClass" প্রোগ্রামের ভিতর আপনাকে শিখাতে যাচ্ছি।
কোর্সটি কিনব কিভাবে?
কিভাবে কোর্সটি কিনবেন?
কিভাবে কোর্স এক্সেস পাবেন?
কিভাবে সাপোর্ট সিস্টেমে জয়েন হবেন?

মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাস যেহেতু একটি প্রিরেকর্ডেড কোর্স তাই আপনি “এখনই এনরোল করুন” বাটনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করার এক ঘন্টার মধ্যেই আপনার ইমেইল আইডিতে আমাদের লগিন ডিটেইল সহ Confirmation ইমেইল এবং কোর্সের Access পেয়ে যাবেন। আর হ্যা সাথে Learning Mate Private Community এর একটা সিক্রেট লিংকও পাবেন। কোর্স চলাকালীন যে কোন সাপোর্টের জন্য আমাদের সিক্রেট গ্রুপে মাস্ট জয়েন হয়ে নিবেন।
আমাদের মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাসে আপনি জয়েন করুন আর না করুন আপনার জন্য রইলো শুভকামনা।
আপনাদের
সচরাচর জিজ্ঞাসা
- কোর্সটি কি লাইভ নাকি প্রিরেকর্ডেড?
আমাদের মোস্ট এডভান্স মেটা মার্কেটিং কোর্সটি হচ্ছে মূলত একটি প্রিরেকর্ডেড কোর্স। এই কোর্সের সাথে আপনাকে প্রব্লেম সলভিং ক্লাস এবং কমিউনিটি সাপোর্ট দেয়া হবে।
- কোর্সটি করার জন্য আগে থেকে কি কি জানতে হবে?
কম্পিউটার বা ল্যাপটপ সাথে ইন্টারনেট এবং ফেসবুক চালাতে জানলেই চলবে। বাকিটুকু আমাদের দায়িত্ব।
- কোর্সের পেমেন্ট কি রিফান্ডেবল?
না, আমরা কোর্স পারচেজ করার পর কেও কে পেমেন্ট রিফান্ড করি না। সো কোর্সটি পারচেজ করার আগেই আপনাকে অনুরোধ করবো চিন্তা ভাবনা করে কোর্সটি পারচেজ করার জন্য।
- কোর্স ফি কিভাবে পরিশোধ করব?
কোর্সে এনরোল করার জন্য বা কোর্সের পেমেন্ট করার জন্য উপরের দিকে যে কোন “এখনই এনরোল করুন” বাটনে চাপ দিলে আপনাকে আমাদের পেমেন্ট পেজে পাঠিয়ে দিবে। আর পেমেন্ট পেজে গেলেই আপনি কোর্সে পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ডিটেইল খুজে পাবেন।
- এই কোর্স করলে কি ইনকাম নিশ্চিত?
সহজ প্রশ্নের সহজ উত্তর, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ১৫/১৬ বছর পড়াশোনা করিয়ে আপনাকে চাকরি বা ইনকামের গ্যারান্টি দিতে পারেনি, সো আমরা জাস্ট ছোট্ট একটা কোর্স করিয়েই আপনাকে কোন ধরনের গ্যারান্টি দিতে পারছি না। তবে এতটুকু কথা দিচ্ছি, আপনি আগের চাইতে অনেক বেশি স্কিল্ড হবেন, অনেক বেশি। আর স্কিল থাকলে কেও ঘরে বসে থাকে না। সো আমরা আশাবাদী আপনি ও থাকবেন না।
- কোর্স চলাকালীন অবস্থায় সাপোর্ট কোথায় পাবো?
আপনি কোর্সে এনরোল করার পর আপনার মেইলে আমাদের একটা প্রাইভেট কমিউনিটির লিংক চলে যাবে। সেই কমিউনিটিতে জয়েন করলেই আপনি সাপোর্ট রিলেটেড সব উত্তর পেতে যাবেন।
- আমার কোর্স এক্সেস কতদিন থাকবে?
আপনার কোর্স এক্সেস লাইফটাইম থাকবে। তবে আপনার কোর্স সাপোর্ট সিস্টেম দুই বছর পর্যন্ত এক্টিভ থাকবে।
- কোর্সটি কি রেগুলার আপডেট করা হবে?
ডেফিনিটলি আমাদের কোর্সোটি রেগুলার আপডেট করা হবে। যখন মেটার তরফ থেকে নতুন কোন রুলস বা ফাংশান বা আপডেট আসবে সাথে সাথে কোর্সের ভিতর সেটা আপডেট করে আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়া হবে
খাতির চলছে
