২০২৪ সালে এসেও একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যেই বই গুলো না পড়লে লস।

ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কোন বই পড়ব?” একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই প্রশ্ন প্রায়ই আমাকে শুনতে হয়। কিন্তু, ডিজিটাল টুলস বা এলগরিদম প্রতিনিয়তই আপডেট হচ্ছে। যার ফলে দেখা যায় আগের মার্কেটিং হয়তো এখন চেঞ্জ হয়ে গেসে এবং কার্যকারিতা হারিয়েছে।

ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত ই আপডেট হচ্ছে। এজন্য একজন ডিজিটাল মার্কেটারের উচিত যত সম্ভব ডিপ লার্নিং এবং আপ টু ডেট লার্নিং করা। কিন্ত, আমাদের কারো সেই সময় নেই…

যদি আপনি এক্সপার্টদের কাছ থেকে শিখতে চান কিন্ত টাকা খরচ করার মত তেমন টাকা পয়সা না থাকে বা কিভাবে, কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারেন তাহলে আপনার জন্য আজকের এই পোস্ট। আমি অনেকগুলো বইয়ের মাধ্যমে আজ আপনাদের সাথে কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর এস.ই.ও, কন্টেন্ট বিল্ডিং, ইনবাউন্ড মার্কেটিং, মার্কেটিং ট্রাটেজি   নিয়ে।

হাতে কলমে ডিজিটাল মার্কেটিং প্র‍্যাক্টিস করতে চান?

১. প্রথমেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে বইটি নিয়ে বলবো তার নাম Digital Marketing for Small Business. এই বইয়ে আপনি স্টার্টাপ সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এছাড়াও এই বইয়ে জানতে পারবেন কিভাবে ইনবাউন্ড মার্কেটিং করবেন। তাছাড়া ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি শিখতে পারবেন একেবারে জিরো থেকে। তাছাড়া বিভিন্ন টেমপ্লেট এবং বিভিন্ন উদাহরণ দেয়া থাকবে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানাতে পারবেন।

২. এরপরে যে বইটি নিয়ে কথা বলব সেটি হল সার্চ ইঞ্জিন জার্নালের Advanced Technical SEO: A Complete Guide. আপনি যদি অলরেডি বেসিক এস.ই.ও জেনে থাকেন এবং নিজেকে আরও এডভান্স লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই বইটি আপনার জন্য। এই বইয়ে কভার করা হয়েছে 404 errors, XML sitemaps, HTTP status codes ইত্যাদি নিয়ে। এক কথায় টেকনিক্যাল এসইও নিয়ে পুরো বিস্তারিত পাবেন এই বইয়ে। তাছাড়া আপনার ওয়েবসাইটের স্পিড এবং ওয়েবসাইট অডিট করার জন্য একটি টুলস ও পেয়ে যাবেন এই বইটিতে।

৩. এরপর যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল বর্তমান সময়ের ট্রেন্ডি একটা টপিক সেটা ভিডিও এস.ই.ও। ভিডিও কনটেন্ট হলো যেকোনো ধরনের লিখিত কনটেন্ট এর চেয়ে বেস্ট কনটেন্ট।  কথা বলছি Simplilearn এর SEO for Video বইটি নিয়ে। আপনি যদি আপনার অলরেডি বানানো ভিডিওগুলোকে র‍্যাংক করতে চান কিংবা আপনি যদি একেবারে জিরো থেকেও শুরু করেন তাহলে এই বইটি আপনার জন্য একটি বেস্ট সলিউশন। এই বইয়ে আপনি ইউটিউব স্টুডিও এর নাড়িভুঁড়ি সবটুকু শিখতে পারবেন, কিভাবে আপনার ভিডিওর জন্য কিওয়ার্ড সিলেক্ট করবেন, আপনার ভিডিও পারফরম্যান্স কিভাবে ট্র্যাক করবেন ইত্যাদি এই সবকিছু পেয়ে যাবেন এই বইটিতে। সব মিলিয়ে এই বইটি আপনাকে ভিডিও কনটেন্ট স্ট্রাটেজি তৈরি করা একদম গুলিয়ে খাইয়ে দিবে।

৪. এবারে যে বইটি নিয়ে কথা বলব সেটি হল সার্চ ইঞ্জিন জার্নালের Content Marketing: The Ultimate Beginner’s Guide to What Works বইটি নিয়ে। এই বইটিতে ফোকাস করা হয়েছে মূলত আপনি যদি একজন বিগিনার হন তাহলে যেভাবে কন্টাক্ট মার্কেটিং স্ট্রাটেজি তৈরি করবেন। কনটেন্ট মার্কেটিং স্ট্রাটেজি শিখতে চাইলে এই বইটি আপনার জন্য একটি রত্ন ভান্ডার।

৫. Peter Geisheker এর How to Build a World-Class Internet Lead Generation Program বইটি আপনার জন্য যদি আপনি আপনার টার্গেট অডিয়েন্স কে এট্রাক্ট করতে চান।  তাছাড়া এই বইয়ে কাস্টমারকে এট্রাক্ট করার বিভিন্ন ট্রিক্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিভাবে রিটার্গেটের মাধ্যমে লিড জেনারেট করবেন এগুলো শিখতে পারবেন। সব মিলিয়ে এই বই থেকে আপনি আপনার অনলাইন মার্কেটিং কস্ট কিভাবে কমাতে পারেন এবং স্টেপ বাই স্টেপ লিড জেনারেশন শিখতে পারবেন।

৬. The In-Depth Guide to Creating Effective Inbound Markeitng Campaigns বইটিতে ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুলস এর ব্যবহার শিখতে পারবেন অর্থাৎ Hootsuite, Litmus, Canva, Hopin, and Google Suite ইত্যাদি। যার মাধ্যমে আপনার ক্যাম্পেইন আইডিয়াকে শুধু মাত্র মাথায় না রেখে বাস্তবে পরিণত করতে পারবেন। আপনি শিখবেন কিভাবে conversion paths ডিজাইন করে একটা ক্যাম্পেইন কে সাক্সেস্ফুল করে তুলতে হয়। মোটামুটি একটা ক্যাম্পেইন লঞ্চ করার জন্য এই বইটিতে আপনি পেয়ে যাবেন একটি কমপ্লিট ফুল প্যাকেজ অফ এডভান্স টুলস।

৭. Shane Barker এর Complete Guide to Crushing Your Influencer Marketing: Influencer Marketing Blueprint বইয়ে তিনি আলোচনা করেছেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে। আপনি যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন কিনা এ নিয়ে এখনো কনফিউজড থাকেন তবে এই বইটি আপনার জন্য। এই বইয়ে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখানো হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্যারিশমা। তাছাড়া আপনি শিখতে পারবেন কিভাবে একজন ইনফ্লুয়েন্সার কে অসাধারণভাবে পিচ করে আপনার মার্কেটিং করাবেন? কিভাবে আপনার নিশের বেস্ট ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করবেন? তাছাড়া ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আপনার Roi মেইন্টেন করবেন তাও সব গাইড লাইন এই বইয়ে আছে।

৮. Contently একটি কন্টেন্ট প্লানিং প্লাটফর্ম তাদের The Marketer’s Guide to Facebook বইটিতে বিভিন্ন টুলস ব্যাবহার করে একটি ফেইসবুক মার্কেটিং ক্যাম্পেইন রান করার টিপস এন্ড ট্রিকস শেয়ার করা হয়েছে। আলোচনা করা হয়েছে ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে, ফেসবুকের বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে কনটেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে বর্তমান এবং নতুন কাস্টমারকে এংগেজ করতে পারবেন।  এক কথায় ফেসবুক টুলসের একবারে বেসিক থেকে এডভান্স পর্যন্ত আলোচনা করা হয়েছে।

৯. Moz এর Beginner’s Guide to SEO এই বইয়ে মূলত আলোচনা করা হয়েছে এসইও ব্যবহার করে কিভাবে আপনার বিজনেস কে গ্রো করবেন। তাছাড়া ইন ডিটেইলসে বলা হয়েছে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, আপনার ওয়েবসাইটকে কিভাবে এসইও অপটিমাইজড করবেন, কিভাবে অডিয়েন্স টার্গেট করে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কন্টাক্ট বানাবেন, কিওয়ার্ড রিসার্চ সহ অসাধারণ সব টেকনিক এই বইয়ে রয়েছে৷

১০. Goldiata Agency এর 5 Ways to Boost Sales From Online Ads. আপনি যদি একজন বিজনেস ওনার হন যিনি আগে অনলাইনে মার্কেটিং করে আপনার ব্যবসায় আপনার মন মত রেজাল্ট পাননি তবে এই বইটা আপনার জন্য। এই বই আপনাকে শেখাবে গুগল, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ফোরাম ব্যবহার করে বায়ার পারসোনা বানাতে হয় এবং এড রান করতে হয়। তাছাড়া শিখবেন কিভাবে একটা বেটার এড কপি লিখে এডকে আরো এংগেজড করে তুলবেন। এই বইটি নতুনদের জন্য গ্রেট একটা বই যারা বারবার চেষ্টা করেও ভাল সেলস আনতে পারছেন না। তারা শিখতে পারবেন কিভাবে প্রোপারলি টার্গেট করে কোল্ড কাস্টমার কে হট কাস্টমারে কনভার্ট কর‍তে পারবেন।

উপরের সবগুলো বই যদি আপনি পড়েন বা অল্প কিছুও পড়েন তবুও দিনশেষে এই বইগুলো প্রত্যেকটি ই একেকটা ডিজিটাল মার্কেটিং এর নির্দিষ্ট টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা দিয়ে অই একেকটা টপিকে আপনি হয়ে যাবেন হিরো। ডিজিটাল মার্কেটিং এর প্রিতিটা টপিকই প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এজন্য আপনাকেও একজন ডিজিটাল মার্কেটার হতে হলে প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হবে।

যদি হাতে কলমে কাজ শিখে নিজেকে মার্কেটে স্টাবলিশ করতে চান তবে এখনি এনরোল করে ফেলুন আমার প্রিমিয়াম কোর্স:

​​​​​”Digital Marketing RoadMap” এ…

Share:

"ইফেক্টিভ ফানেল স্ট্রেটিজি" ফ্রি ইবুকটি ডাউনলোড করতে নিচের ফর্মটি ফিলাপ করুন

আরো ব্লগ

লিড জেনারেশন করলে অডিয়েন্স থাকবে হাতের মুঠোয়!!

আমরা যারা অনলাইনে বিজনেস করি আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা ম্যাসেঞ্জারে ক্লায়েন্টের সাথে ডিল ক্লোজ করতে পারি না। আমরা ম্যাসেজ তো পাই হাজারে

ভিসিবিলিটি ইজ মোর ইম্পরটেন্ট দ্যান এভেইলেবেলিটি

চা খেতে বের হয়েছিলাম। প্রথম চুমুক টা দিতেই অপর পাশের মুদি দোকানে চোখ গেলো। একজন লোক শার্ট প্যান্ট ইন করে তেলের বোতল গোছাচ্ছে। মোটামুটি ১৫/২০

লগরিদম ভাল না লাগলেও আপনাকে এলগরিদম জানাই লাগবে!!

আমরা যারা ফেসবুকের এডভারটাইজমেন্ট নিয়ে কাজ করি আমাদের সব থেকে বড় প্রব্লেমটা কি জানেন?  প্রব্লেমটা হলো আমরা লাখ লাখ টাকার এড  ফেসবুকে ঠিকই চালাই কিন্তু

আই লেভেল ইজ বায় লেভেল!

ইংরেজীতে একটা প্রবাদ আছে, Where there is will, There is a way. আর তাই কাস্টমারের সোস্যাল বিহেভিয়ার বা পারচেজ বিহেভিয়ারে প্রভাব ফেলতে দিনের পর দিন