ফেসবুক মার্কেটিং এ জিরো থেকে হিরো হবার জন্য

মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাস

উইথ সার্ভার-সাইড ট্র্যাকিং

হয়ে উঠুন একজন ডাটা ড্রিভেন ফেসবুক মিডিয়া বায়ার এবং শিখুন নতুন নতুন সব ফ্রেমওয়ার্ক এবং পাওয়ারফুল সব মার্কেটিং স্ট্র‍্যাটেজি

কমিউনিটি সাপোর্ট সিস্টেম

প্রবলেম সল্ভিং লাইভ ক্লাস

মোস্ট এডভান্স মডিউল

জেনে নিন

কেন আপনার মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করা উচিত

জানতে নিচের ভিডিওটি দেখুন

Definitely you need a Methodology to win a Campaign

আর এ ক্ষেত্রে আমরা আপনাকে শিখাবো 3 Phase Scaling Methodoly, যেটা পুরো পৃথিবীতেই Split Testing এর মাধ্যমে ফেসবুক এড ক্যাম্পেইন থেকে রেজাল্ট বের করে আনার জন্য একটা প্রুভেন Methodology হিসেবে কাজ করে আসছে।

3 Phase Scaling Methodology

এই Methodology কে আমরা মোট তিন ভাগে ভাগ করেছি। ধরে নেই আমরা কসমেটিক্স সেল করব এবং পুরো ক্যাম্পেইনের জন্য আমাদের বাজেট রয়েছে ৩০০ ডলার। সো আমরা শুরুতেই ৩০০ ডলার বাজেট সেট করে দিয়ে আমাদের ফাইনাল ক্যাম্পেইনটা লঞ্চ করে দিব না। শুরুতে আমরা ১০% বাজেট এলোকেট করব আমাদের এড ক্রিয়েটিভ টেস্টিং এর পিছনে এবং এর জন্য আমরা চাইলে ৩০ ডলারের একটা a/b testing ও করতে পারি আমার Multiple of ad set ক্রিয়েট করে ও আমাদের ক্রিয়েটিভকে টেস্ট করতে পারি। ক্রিয়েটিভ টেস্ট হয়ে গেলে পরের কাজ হলো সেই ক্রিয়েটিভ ব্যাবহার করে সেম উপায়ে আরো ৩০ ডলার খরচ করে অডিয়েন্স টেস্ট করে ফেলা। এইভাবে আমরা যখন মাল্টিপল অফ ক্রিয়েটিভ এবং মাল্টিপল অফ অডিয়েন্স খুজে পাব তখন আমরা আমাদের ফাইনাল ক্যাম্পেইনে যাব মানে অবশিষ্ট ৮০% টাকা স্পেন্ড করবো। ফাইনাল ক্যাম্পেইনে যাবার সময় মাথায় রাখতে হবে এই ক্যাম্পেইনে আমরা অবশ্যই যেনো Content Budget Optimization বা CBO Method এপ্লাই করে যাই। CBO এপ্লিকেশানের ফলে আমাদের Campaign থেকে ROAS বা Return on Ad Spending নিশ্চিত হবার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে।

ফেসবুক মার্কেটিং এ জিরো থেকে হিরো হবার জন্য

আপনি ইফেক্টিভ কিছু শিখতে পারবেন কিনা সেটার একটা ধারণা নিয়ে ফেলি

Let's Explain With and Without Campaign Budget Optimization

Without Campaign Budget Optimization

With Campaign Budget Optimization

আমার ক্লায়েন্ট X যিনি কসমেটিক্স সেল করেন। উনার জন্য একটা ক্যাম্পেইন করতে গিয়ে আমি চাইলে Ad Set level এ যেমন বাজেট সেট করতে পারি ঠিক তেমনি Campaign level এ ও বাজেট সেট করতে পারি, এন্ড এখানেই গেইমটা চেঞ্জ হয়ে যায়। উপরের দুইটা ইমেইজ যদি খেয়াল করেন দেখতে পাবেন একটা ইমেজে Without Campaign Budget Optimization এবং আরেকটা ইমেজ হচ্ছে With Campaign Budget Optimization

Without Campaign এ আমরা বাজেট দিয়েছি Ad Set level এ অর্থাৎ আমার এড ভালো চলুক আর খারাপ চলুক প্রতিটা Ad Set আমার কাছ থেকে ১০ ডলার করে চার্জ করে ফেলবেই। ব্যাপারটা আরেকটু বুঝার জন্য যদি ইমেজের নিচের দিকে তাকান তবে দেখতে পাবেন নিচের দিকে আমরা সেল বা কনভারসনের পরিমাণ ইন্ডিকেট করেছি। প্রতিটা এড সেট সমান ১০ ডলার খরচ করলে ও সেল বা কনভারসন কিন্তু এনেছে কেও কম আবার কেও বেশি। যে বেশি এনেছে তাকা আমরা এপ্রেশিয়েট করি, কিন্তু যারা কম এনেছে তাদের বাজেট গুলা Just Wastage ছাড়া আর কিছুই না।

এইবার আসেন আমরা একটু With Campaign Budget Optimization এর দিকে চোখ বুলাই। এইখানে একটা গেইম চ্যাঞ্জিং ব্যাপার ঘটেছে। এই With মডেলে এসে আমরা বাজেটিকে আর আগের মতন Ad Set level এ দেই নাই। এইখানে আমরা টোটাল বাজেটকে একসাথে একটা ক্যাম্পেইনের আন্ডারে রেখেছি। আর টোটাল বাজেটকে এক সাথে একটা ক্যাম্পেইনের আন্ডারে রাখতে হলে আমাদেরকে CBO বা Campaign Budget Optimization এর হেল্প নেয়া লাগে। আর CBO এর হেল্পে যেটা হয়, Campaign প্রত্যেকটা Ad Set কে Observe করে আর বুঝার চেষ্টা করে কোন Ad Set টা ভালো পার্ফরমেন্স দিচ্ছে। সো ফাইনালি যেই এড সেট ভালো পার্ফরম করে ক্যাম্পেইন মেইনলি সেই এডসেটকেই বেশি বাজেট সরবরাহ করে। ব্যাপারটা বুঝার জন্য একটু With Campaign ইমেজটার দিকে তাকালে বুঝবেন এখানে যেই এডসেট বেশি সেল জেনারেট করেছে সেটাই বেশি বাজেট পেয়েছে আর যারা কম পার্ফরম করেছে তারা কম বাজেট পেয়েছে।

এইবার একটা সামারি করি চলুন, কেন আমরা CBO ব্যাবহার করব বা কেন আমাদের CBO ব্যাবহার করা উচিত? ইমেজের দিকে তাকালে দেখতে পাবেন CBO ছাড়া আমরা ৩০ ডলার বাজেটে সেল পেয়েছি ১০ টা আর CBO সহ ৩০ ডলার বাজেটে আমরা সেল পেয়েছি ১৫ টা।

সো এইবার চয়েজ আপনার জাস্ট বুস্টিং শিখবেন, নাকি স্ট্র্যাটেজিক উপায়ে Facebook Marketing শিখে মাস্টার হবেন!

বেশিরভাগ মার্কেটারই

যে কারণে
একজন কম্পলিট ডেটা-ড্রিভেন
ফেসবুক মার্কেটার হতে পারে না

আপনি ও কি উপরের সমস্যা গুলো ফেইস করছেন?
তাহলে Most Advance Facebook Marketing কোর্সটা আসলেই আপনার জন্য।

ফেসবুক এডস শিখতে গিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং

কেনো শিখতে হবে?

এই Methodology কে আমরা মোট তিন ভাগে ভাগ করেছি। ধরে নেই আমরা কসমেটিক্স সেল করব এবং পুরো ক্যাম্পেইনের জন্য আমাদের বাজেট রয়েছে ৩০০ ডলার। সো আমরা শুরুতেই ৩০০ ডলার বাজেট সেট করে দিয়ে আমাদের ফাইনাল ক্যাম্পেইনটা লঞ্চ করে দিব না। শুরুতে আমরা ১০% বাজেট এলোকেট করব আমাদের এড ক্রিয়েটিভ টেস্টিং এর পিছনে এবং এর জন্য আমরা চাইলে ৩০ ডলারের একটা a/b testing ও করতে পারি আমার Multiple of ad set ক্রিয়েট করে ও আমাদের ক্রিয়েটিভকে টেস্ট করতে পারি। ক্রিয়েটিভ টেস্ট হয়ে গেলে পরের কাজ হলো সেই ক্রিয়েটিভ ব্যাবহার করে সেম উপায়ে আরো ৩০ ডলার খরচ করে অডিয়েন্স টেস্ট করে ফেলা। এইভাবে আমরা যখন মাল্টিপল অফ ক্রিয়েটিভ এবং মাল্টিপল অফ অডিয়েন্স খুজে পাব তখন আমরা আমাদের ফাইনাল ক্যাম্পেইনে যাব মানে অবশিষ্ট ৮০% টাকা স্পেন্ড করবো। ফাইনাল ক্যাম্পেইনে যাবার সময় মাথায় রাখতে হবে এই ক্যাম্পেইনে আমরা অবশ্যই যেনো Content Budget Optimization বা CBO Method এপ্লাই করে যাই। CBO এপ্লিকেশানের ফলে আমাদের Campaign থেকে ROAS বা Return on Ad Spending নিশ্চিত হবার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে।

সার্ভার সাইড ট্র্যাকিং যেভাবে কাজ করে

এই Methodology কে আমরা মোট তিন ভাগে ভাগ করেছি। ধরে নেই আমরা কসমেটিক্স সেল করব এবং পুরো ক্যাম্পেইনের জন্য আমাদের বাজেট রয়েছে ৩০০ ডলার। সো আমরা শুরুতেই ৩০০ ডলার বাজেট সেট করে দিয়ে আমাদের ফাইনাল ক্যাম্পেইনটা লঞ্চ করে দিব না। শুরুতে আমরা ১০% বাজেট এলোকেট করব আমাদের এড ক্রিয়েটিভ টেস্টিং এর পিছনে এবং এর জন্য আমরা চাইলে ৩০ ডলারের একটা a/b testing ও করতে পারি আমার Multiple of ad set ক্রিয়েট করে ও আমাদের ক্রিয়েটিভকে টেস্ট করতে পারি। ক্রিয়েটিভ টেস্ট হয়ে গেলে পরের কাজ হলো সেই ক্রিয়েটিভ ব্যাবহার করে সেম উপায়ে আরো ৩০ ডলার খরচ করে অডিয়েন্স টেস্ট করে ফেলা। এইভাবে আমরা যখন মাল্টিপল অফ ক্রিয়েটিভ এবং মাল্টিপল অফ অডিয়েন্স খুজে পাব তখন আমরা আমাদের ফাইনাল ক্যাম্পেইনে যাব মানে অবশিষ্ট ৮০% টাকা স্পেন্ড করবো। ফাইনাল ক্যাম্পেইনে যাবার সময় মাথায় রাখতে হবে এই ক্যাম্পেইনে আমরা অবশ্যই যেনো Content Budget Optimization বা CBO Method এপ্লাই করে যাই। CBO এপ্লিকেশানের ফলে আমাদের Campaign থেকে ROAS বা Return on Ad Spending নিশ্চিত হবার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে।

গুগল ট্যাগ ম্যানেজার কেন দরকার?

Google Tag Manager (GTM) ব্যবহার করলে সহজেই সব ট্যাগ এক জায়গায় ম্যানেজ করা যায়। ডেভেলপারের সহায়তা ছাড়াই আপনি ট্যাগ যোগ, পরিবর্তন বা আপডেট করতে পারবেন, যা সময় বাঁচায়। GTM ওয়েবসাইটের ক্লিক, ভিউ এবং কনভার্শন ট্র্যাক করার জন্য কার্যকরী। এটি লাইভ করার আগে ট্যাগ পরীক্ষা করার সুযোগ দেয়, ফলে ভুলের ঝুঁকি কমে। সংক্ষেপে, GTM আপনার ওয়েবসাইটের ট্যাগ ম্যানেজমেন্টকে দ্রুত ও সহজ করে তোলে।

গুগল ট্যাগ ম্যানেজার কেন দরকার?

Google Tag Manager (GTM) ব্যবহার করলে সহজেই সব ট্যাগ এক জায়গায় ম্যানেজ করা যায়। ডেভেলপারের সহায়তা ছাড়াই আপনি ট্যাগ যোগ, পরিবর্তন বা আপডেট করতে পারবেন, যা সময় বাঁচায়। GTM ওয়েবসাইটের ক্লিক, ভিউ এবং কনভার্শন ট্র্যাক করার জন্য কার্যকরী। এটি লাইভ করার আগে ট্যাগ পরীক্ষা করার সুযোগ দেয়, ফলে ভুলের ঝুঁকি কমে। সংক্ষেপে, GTM আপনার ওয়েবসাইটের ট্যাগ ম্যানেজমেন্টকে দ্রুত ও সহজ করে তোলে।

সুনির্দিষ্ট ডেটা ট্র্যাকিংয়ের ভিত্তি

Data Layer হলো সুনির্দিষ্ট ডেটা সংগ্রহ ও সংরক্ষণের একটি প্রধান উপাদান। এটি GTM এবং অন্যান্য ট্র্যাকিং টুলের সঙ্গে কাজ করে সঠিক ডেটা সরবরাহ নিশ্চিত করে। ব্যবহারকারীর কার্যক্রম, কনভার্শন, এবং বিভিন্ন ইন্টারেকশন নির্ভুলভাবে ট্র্যাক করতে Data Layer অপরিহার্য। এটি আপনার অ্যানালিটিক্স সিস্টেমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে সহায়তা করে। সঠিক ডেটা সংগ্রহের জন্য Data Layer অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিক্রয়ের প্রতিটি ধাপের পূর্ণাঙ্গ ট্র্যাকিং

eCommerce Tracking আপনার ওয়েবসাইটের বিক্রয়ের প্রতিটি ধাপ সঠিকভাবে পর্যবেক্ষণ করে। Google Analytics-এর সঙ্গে ইন্টিগ্রেশন করে প্রোডাক্ট ভিউ থেকে শুরু করে কার্টে যোগ করা, চেকআউট, এবং পেমেন্টসহ প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা যায়। এটি গ্রাহকের কেনাকাটার আচরণ বিশ্লেষণে সহায়ক, যা আপনার বিক্রয় কৌশল উন্নত করতে পারে। বিক্রয় পারফরম্যান্স এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে eCommerce Tracking একটি অপরিহার্য টুল।

বিক্রয়ের প্রতিটি ধাপের পূর্ণাঙ্গ ট্র্যাকিং

eCommerce Tracking আপনার ওয়েবসাইটের বিক্রয়ের প্রতিটি ধাপ সঠিকভাবে পর্যবেক্ষণ করে। Google Analytics-এর সঙ্গে ইন্টিগ্রেশন করে প্রোডাক্ট ভিউ থেকে শুরু করে কার্টে যোগ করা, চেকআউট, এবং পেমেন্টসহ প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা যায়। এটি গ্রাহকের কেনাকাটার আচরণ বিশ্লেষণে সহায়ক, যা আপনার বিক্রয় কৌশল উন্নত করতে পারে। বিক্রয় পারফরম্যান্স এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে eCommerce Tracking একটি অপরিহার্য টুল।

নিরাপদ ও নির্ভুল ডেটা সংগ্রহ পদ্ধতি

Server-side tracking একটি উন্নত পদ্ধতি যা নির্ভুল এবং নিরাপদ ডেটা সংগ্রহ নিশ্চিত করে। এটি ব্রাউজার-ভিত্তিক ট্যাগিং সিস্টেমের বাইরে কাজ করে, ফলে অ্যাড ব্লকার বা কুকি রেস্ট্রিকশন সত্ত্বেও সঠিক ডেটা সংগ্রহ করা সম্ভব হয়। Server-side tracking ব্যবসার গুরুত্বপূর্ণ ডেটা ট্র্যাকিং করতে সহায়তা করে এবং এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে। দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণে এটি অত্যন্ত কার্যকর।

Facebook Marketer
হবার জার্নিতে
আপনি
যা কিছু শিখবেন

Meta Marketing and It's Ecosystem

আমরা আপনাকে বুস্টিং শিখাবো না, বরং আমরা আপনাকে এইটা শিখাবো কিভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার, এডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার এবং কমার্স ম্যানেজারের মতন এডভান্স টুলস গুলো ব্যাবহার করে business.facebook.com থেকে একটা প্রফেশনাল এড ক্যাম্পেইন রান করতে পারবেন। মনে রাখবেন, বুস্টিং হলো ফেসবুকের একটা নন প্রফেশনাল টুলস আর এড ক্যাম্পেইন হলো ফেসবুকের একটা প্রফেশনাল এডভারটাইজমেন্ট টুলস।

বাজেট এন্ড বিডিং

বাজেট সেট করার বেলায় সাধারণত আমরা ডেইলি বাজেট নিয়ে কাজ করি। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে লাইফটাইম বাজেট নিয়ে ও কাজ করতে পারেন এবং সাথে specific value amount এর সাথে বাজেট শিডিউলিং করতে পারেন এবং এড শিডিউলিং ও করতে পারেন। আর পুরো বাজেটকে ১০০% প্রপার ইউটিলাইজ করার জন্য Ad Set এর পাশাপাশি Campaign Section থেকে ও Highest Volume, Cost per result goal এবং Bid cap এর মাধ্যমে আপনার বাজেটকে কন্ট্রোল করতে পারেন এবং পারফরম্যান্স এর বেসিসে Campaign এর আন্ডারে থাকা মাল্টিপল Ad Set এবং Ad এ বাজেট ডিস্ট্রিবিউট করতে পারেন।

Conversion Campaign, Catalog Ads, Dynamic Ads

বাংলাদেশের মার্কেটে ম্যাসেজ ক্যাম্পেইন্টাকেই ফেসবুক মার্কেটিং এর একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু দিন বদলাইছে ভাই, ধীরে ধীরে প্রতিটা কোম্পানী ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজের দিকে ঝুকছে। এর মানে হচ্ছে একজন ফেসবুক মার্কেটার হিসেবে আপনাকে ও তবে ওয়েব কনভারসন ক্যাম্পেইন শিখে নিতেই হবে, কারণ এর কোন বিকল্প নাই। প্লাস আপনি যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটে চোখ বুলান তবে দেখতে পাবেন ওখানে ম্যাসেজ ক্যাম্পেইনের কোন অস্তিত্বই নাই। শুধু ট্রাফিক ক্যাম্পেইন, কনভারসন ক্যাম্পেইন আর ক্যাটালগ ক্যাম্পেইনই সেখানে চলে।

তাই আমাদের এই Most Advance Meta Marketing Course এর ভিতর আমরা আপনাদেরকে শিখাবো একটা Web Based Campaign কিভাবে করতে হয়, ডাটা ট্র‍্যাক করার জন্য একটা javascript code বা pixel কিভাবে ব্যাবহার করতে হয়, আবার ম্যানুয়ালি বা ডাটাফিড ব্যাবহার করে Catalog ই বা কিভাবে বানাতে হয়।

Retargeting or Remarketing

Custom Audience and Lookalie Audience বানাতে পারবেন আপনি আমাদের এই কোর্স শেষ করার পর। Custom Audience মানে হলো আপনার ওয়েবে বা ফেসবুক পেজে যে সকল ইউসার এসে ভিসিট করে গেছে তারা। মাথায় রাখবেন যারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে তাদেরকে আমরা বলি Warm Audience, আর এই Warm Audience কেই আপনি যদি খুজে বের করতে পারেন এবং তাদের Retarget করে আপনার প্রোডাক্টের প্রতি ট্রাস্ট ক্রিয়েট করাতে পারেন তবেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনেক ফাস্ট সেল হয়ে যাবার চান্সেস বেড়ে যায়। আর Lookalike Audience? এইটা নাহয় কোর্সে জয়েন করে এসে শিখে নিবেন।

Facebook Ad Auction

ফেসবুক এড নিয়ে কাজ করছে আজ ৩/৪/৫ বছর হয়ে গেছে এমন অনেকে ও আছেন যিনি Facebook এর Auction টাই এখনো বুঝে না। দেখুন Facebook ad system টা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে আপনাকে আপনার অন্যান্য কমপিটিটর এর সাথে Facebook Ad Auction বা নিলামে অংশ নিয়ে সেই নিলামে জিতে তারপর নিজের ad কে rank করাতে হবে। আর এই Ranking Process টা ডিপেন্ড করে তিনটা Parameter এর উপরে। আর এই তিন Parameter এর গুণ এবং যোগফল থেকে তৈরি হয় Total Value of your Ad System। আর আপনার Ad System এর Total Value বাড়ানোর সকল উপায় আপনি শিখে যাবেন আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে।

Campaign Metrics

ডিজিটাল মার্কেটিং কেন এতোটা জনপ্রিয় জানেন? কারণ ডিজিটাল আপনাকে ডাটা দেয়। একটা ক্যাম্পেইন রান করেই আপনি জানতে পারবেন আপনার ক্যাম্পেইনের CPM, CPR, CPC, CTR, ROI, ROAS, Relevance Score কত? এই মেট্রিক্সের উপর বেইজ করে আপনি ডিসিশান নিতে পারবেন আপনার CAC বা Customer Acquisition Cost কতো হতে পারে বা আপনার ROAS বা Return on Ad Spending কতো হতে পারে।

আপনার Ad এর CTR বা Click Through Rate থেকে আমরা জানতে পারি টোটাল যেই পরিমাণ Impression আমরা পেয়েছি তার মধ্যে কত % অডিয়েন্স আমাদের এডে ক্লিক করেছে। যখন দেখবেন আপনার CTR বেশি বুঝে নিবেন আপনার এড ক্রিয়েটিভে দম আছে বা আপনার অফার বা ইনসেন্টিভ মানুষ পছন্দ করছে।

Campaign Scaling Method

আমরা অনেকেই মনে করি একটা Ad রান করে দিলেই আর বুঝি সেল আর সেল। ব্যাপারটা কিন্তু এমন না আসলে। একটা ক্যাম্পেইন রান করার পর আপনাকে সেটা অবসারভেশনে রাখতে হবে এবং সেখান থেকে ডাটা কালেক্ট করে করে এডটাকে স্কেল করতে হবে। একটা এডকে নানান ভাবে স্কেল করা যায়। এর মধ্যে দুইটা ফেমাস মেথড হচ্ছে Horizontal Ad Scaling আরেকটা মেথড হচ্ছে Vertical Ad Scaling. আর এই পুরো স্কেলিং প্রসেসটাকে আমি আপনাকে শিখাবো 3 Phase Scaling Methodology এর মাধ্যমে।

Target Group Understand

ফেসবুক এডস এ তারাই অনেক বেশি ভালো করে যারা প্রোপারলি টার্গেট কাস্টমারকে ডিফাইন করতে পারে। আর এই টার্গেট কাস্টমারকে ডিফাইন করার জন্য সবার আগে আন্ডারস্ট্যান্ড করা লাগে Buyer Persona.

ফেসবুকে গেলাম কিছু Keyword টাইপ করলাম আর এড দিয়ে দিলাম। আপনি ও কি এই মেথডেই বিশ্বাসী?

তাহলে বাকি সবার মতন আপনি ও ভুল পথে আছেন। সঠিক পথে আসতে হলে আপনাকে শুরুতেই কাস্টমারের Buyer Persona বুঝতে হবে, সেইটা বুঝে একটা বায়ার্স জার্নি বা বায়ার্স পাথ ক্রিয়েট করতে হবে তারপর A/B Testing এর মাধ্যমে Narrow বা Wide দুই ধরনের অডিয়েন্সকেই টার্গেট করতে হবে। পুরা প্রসেস কখনো আমরা Laser Targeted Audience ও তৈরি করে ROAS নিশ্চিত করার চেষ্টা করব।

Strategy Focus Media Planning

একটা Media Buying এ যাবার আগে আসলে তার সাথে রিলেভেন্ট অনেক গুলো ইলিমেন্ট ঠিক করে তবেই যাওয়া উচিৎ। এখানে কিছু স্ট্র‍্যাটেজিক ডিসিশনের জায়গা রয়েছে যেগুলা ঠিক করে তবেই আসলে ক্যাম্পেইনে যাওয়া উচিৎ। যেমন: শুরুতেই প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রাইসিং বুঝে নেয়া উচিৎ। বুঝা উচিৎ রাইট প্রোডাক্টের জন্য রাইট প্রাইসিং করা হয়েছে কিনা। তারপর করা উচিৎ Competitors Analysis, এর পর দেখা উচিৎ বিজনেস অব্জেক্টিভ বা মার্কেটিং গোল, Audience Size, Customer Lifetime Value, Sales Cycle Length, প্রোডাক্ট কি Hight Ticket নাকি Low Ticket, Campaign KPI কি ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।

Data Tracking and Measurement

কখনো কি খেয়াল করেছেন!!, আপনি দারাজে একটি ঘড়ি বা ব্যাল্ট দেখে আসার পর ফেইসবুকে আপনাকে সেই ব্যাল্ট আর ঘড়ির এড দেখাতে থাকে? এটা করা সম্ভব হয় Facebook Pixel’র কারণে। আর Facebook Pixel হল এক টুকরা JavaScript কোড। এই কোডটিকে আমরা চাইলে ম্যানুয়ালি ও সেট করতে পারি আবার চাইলে Google Tag Manager এর মাধ্যমে ও সেট করতে পারি। আর এভাবে যাদের ব্রাউজারে আমাদের এই Pixel লোড হয় আমরা আমাদের Event Manager এ তাদের এক্টিভিটি ট্র‍্যাক করতে পারি এবং পরে তাদের কাছে Retarget Campaign লঞ্চ করতে পারি।

কোর্সে আপনি পাচ্ছেন

এই কোর্স থেকে যে সমস্ত ভ্যালু আপনাকে দেয়া হবে

৪০+ ঘন্টার প্রি রেকর্ডেড ক্লাস

রেকর্ড ক্লাস এতোই ইনডিটেইল হবে যে আপনার মনে কোন প্রশ্নই থাকবে না

মান্থলি লাইভ ক্লাস

প্রতি মাসে মেন্টরের সাথে একটি লাইভ ক্লাস ও একজন ফেসবুক এক্সপার্ট এর সাথে একটি প্রব্লেম সলভিং ক্লাস পাবেন

কমিউনিটি সাপোর্ট

প্রতিদিনের প্রব্লেম প্রতিদিন সমাধান করে নিতে থাকবে কমিউনিটি সাপোর্ট সিস্টেম

প্র্যাক্টিসের জন্য রিয়েল প্রজেক্ট

শিখা শেষ? আমরাই আপনাকে একটা রিয়েল প্রজেক্টের সাথে ইনভলভ করিয়ে দিব। যেখানে আপনি রিয়েল একটা ওয়েবসাইট থেকে রিয়েল প্রোডাক্ট সেল করে মার্কেট এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারবেন

ক্যারিয়ার গাইডলাইন

লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে জব খুজে পেতে আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করা হবে

ইন্টারভিউ হ্যান্ডবুক

মোস্ট কমন ইন্টারভিউ প্রশ্নগুলো নিয়ে একটি সাজানো গোছানো ইন্টারভিউ হ্যান্ডবুক (ইবুক) পেয়ে যাবেন

মার্কেটিং প্ল্যানবুক

বিভিন্ন ইন্ডাস্ট্রি এর উপর বেইজ করে রিয়েল সিনারিও সহ একটু মার্কেটিং প্ল্যান ইবুক ও পেয়ে যাবেন

সার্টিফিকেট

কোর্স শেষে কোর্স কম্পলিশন সার্টিফিকেট তো থাকছেই

ডলার সাপোর্ট

ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে না পারলে আমাদের কাছে পেয়ে যাবেন ডলারের সুযোগ সুবিধা সহ অথোরাইজড এড একাউন্ট ফ্যাসিলিটি

কনফিউজড?

আসুন দেখি কোর্সটি আপনার জন্য কিনা?

যারা একদম বেসিক কোন নলেজ ছাড়াই ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান

যার একটা বিজনেস আছে বা যিনি নতুন উদ্যোক্তা হতে চান

যারা ইতোমধ্যে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন কিন্তু মোস্ট এডভান্স টপিক গুলো কাভার করতে চান

ইন্টারন্যাশনাল মার্কেটে বা মার্কেটপ্লেসে কাজ করতে চান

কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যিনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান

যারা নিজের একটা মার্কেটিং এজেন্সি শুরু করতে চান

কোর্স মডিউল

এই কোর্সের ভিতর যা কিছু আপনাকে শেখানো হবে

ফেসবুক মার্কেটিং

Meta Marketing and Its Ecosystem

  • What is Paid Marketing
  • Secret Sauce of Facebook Marketing
  • Buyer Persona
  • Facebook Ads Ecosystem
  • Customer Temperature

Facebook Page Creation

  • FB Page Creation
  • FB Page Optimization

Process of Meta Marketing

  • Boosting vs Ad Campaign
  • Facebook Ad Auction
  • Ad Delivery Process

Understanding Business Manager

  • Understanding Business Manager
  • Creation of Business Manager
  • Introduction to Business Suite
  • Business Manager Overview
  • Business Portfolio Info

Facebook Ad Account Optimization

  • Creating Ad Account
  • Add Payment Method
  • Dual Currency Card
  • Add People
  • Business Page Connect
  • Instagram Connect

Facebook Ad Objective

  • Introduction to Ad Objective 1
  • Introduction to Ad Objective 2
  • New Ad Objective Introduction
  • Brand Awareness vs Reach
  • Other Objectives
  • Traffic vs Conversion Objective
  • Different Ads Objective

Campaign Structure

  • Campaign Structure 1
  • Campaign Structure 2
  • Introduction to Ad Campaign
  • Facebook Campaign Section Explanation

Ad Set Section

  • Introduction to Ad Set
  • Budget and Scheduling 1
  • Budget and Scheduling 2
  • Location Setting
  • Audience Introduction
  • Advantage Detailed Targeting
  • Laser Targeted Audience
  • Ad Placement
  • Brand Safety and Suitability

Performance Goal and Optimization

  • Optimization and Ad Delivery 1
  • Optimization and Ad Delivery 2

Competitor Research

  • Competitor Research – Content
  • Get Your Competitors’ Audience

Ad Section

  • Setting a New Ad
  • Creating Facebook Ads Like a Pro

Dynamic Ad

  • Facebook Ads Guide
  • Dynamic Creative
  • Making Carousel Campaign
  • Collection Ad and Instant Experience Ad
  • Instant Experience – Customer Acquisition

Campaign and Budget Optimization

  • A/B Testing
  • Budget Optimization
  • Multiple Ad Set and Ad
  • Campaign Budget Optimization Practical
  • Introduction to Cost Cap & Bid Cap
  • Cost Cap & Bid Cap Setup

Ad Fatigue, Overlap, and Fragmentation

  • Ad Fatigue
  • Reduce Auction Overlap
  • Reduce Audience Fragmentation

Case Study by Meta

  • Where to Get
  • Asus Case Study
  • Avon Case Study
  • Byju Case Study
  • Nespresso Case Study
  • The Good Glam Group Case Study
  • Vua Nem Case Study

Maximize Your Ad Result

  • Retargeting Audience Hack
  • A/B Testing
  • Ad Research 1
  • Carpet Bombing Method
  • Ad Research 2
  • Save, Custom, and Lookalike Audience

Save Your Account from Restriction

  • Ad Account Restriction
  • Facebook Ad Policies

Start Selling

  • Approach to Be a Brand
  • First Branding, Then Selling
  • Start Selling Your Facebook Marketing Skills

Conversion Campaign

  • Understanding Conversion Ad
  • Event Manager Introduction
  • Understanding Data Source 1
  • Understanding Data Source 2

Pixel Setup

  • Pixel Understanding
  • Pixel Connection Manually
  • Pixel Helper
  • Pixel Removal

Event

  • What is an Event
  • What is Event Setup
  • Event Setup Tool
  • Practical Usage of Standard Event
  • More About Practically Standard Event Setup
  • Track Purchase
  • Track Add to Cart
  • Page View Event
  • Practical Explanation of Standard Event
  • Understanding Standard Event

Retargeting by Website

  • Add to Cart Event Custom
  • All Visitor Custom Audience
  • Lookalike Audience – Web Source
  • Specific Webpage – Custom
  • Standard Event Custom Audience
  • Visitors by Time Spent

Dynamic Ad (Repeated Section)

  • Collection Ad and Instant Experience Ad
  • Dynamic Creative
  • Instant Experience – Customer Acquisition

Scaling Your Facebook Ads

  • Types of Scaling (Audience-Based Scaling)
  • Scaling Method
  • Reduce Like Cost
  • Scaling
  • Which Scaling Model is Better?

Reporting

  • Break Down
  • Explain Column
  • Facebook Reporting

Commerce Manager and Catalog

  • Catalog 1
  • Catalog 2
  • Catalog 3
  • Catalog Data Feed

Dominate Your Ads

  • Focus on Creative
  • Get Your Proven Content
  • Ad Objective Variety
  • Advantage Plus Placement
  • Dominate Your Ads
  • Mille-Feuille Method
  • Offer Creation
  • Paid Ads, Content Marketing, Giveaway
  • Power 5 Technique
  • Run a Profitable Cross-Sell Campaign
  • Setup Multi-Product Ad
  • UGC Content
  • Use Content That’s Already Proven
  • Ad Format Variety
  • Nurture Your Audience with Relevant Content

Sales Funnel Course Module

  • What is Sales Funnel
  • Understanding of Sales Funnel
  • Understanding of TOFU, MOFU, BOFU
  • Application of TOFU, MOFU, BOFU
  • Sales Funnel – 1
  • Sales Funnel – 2
  • Sales Funnel – 3
  • Sales Funnel – 4
  • Sales Funnel – 5
  • Sales Funnel – 6
  • Sales Funnel – 7
  • Sales Funnel – 8
  • Sales Funnel – 9

Audience Overlap Course Module

  • Audience Overlapping
  • Overlapped Custom Audience
  • Overlapped Saved Audience
  • If You Need to Make Multiple Ad Sets
  • Exclude Overlapped Audience
  • Make an Overlapped Audience
  • Why
  • Audience Fragmentation
  •  

Ad Fatigue

  • What Is Ad Fatigue
  • Grammar of Ad Fatigue
  • Ad Rotation
  • Broaden Your Audience
  • Try Different Formats
  • Refresh Your Creative
  •  

Scaling

  • Scaling
  • Scaling Method
  • Types of Scaling
  • Vertical Scaling or Horizontal Scaling
  • When to Scale
  •  

Vertical Scaling

  • Vertical Scaling
  • Scaling through CBO (Campaign Budget Optimization) and ABO (Ad Set Budget Optimization)
  • Vertical Scaling through Duplication
  • Vertical Scaling with Testing

Horizontal Scaling

  • Why Horizontal Scaling
  • Horizontal Scaling through Performing Ad Set
  • Scale the Campaign with Lookalike Approach
  • Put More Budget

Learning Phase & Learning Limited - Problem & Solution

  • Learning Phase
  • Beginning of Learning Phase
  • When Learning Phase Starts
  • When Learning Phase Starts (Part 2)
  • Avoid 7-Day Pause
  • Sad News or Bad News
  • Budgeting to Avoid Learning Limited
  • Is Learning Phase Bad?
  • New Ad Set vs Learning Phase (LP)
  • New Ad vs Learning Phase (LP)
  • Ad Set vs Learning Phase (LP)
  • Overcoming Learning Phase

Automated Rules

  • Automated Rules
  • Explaining Condition and Action
  • Set Rule to Single Level
  • What I Can Do
  • Overview of Automated Rules
  • Automated Rules for Frequency Control
  • Rule Checked
  • Automated Rules for Increasing Budget
  • Automated Rules to Manage CTR
  • Automated Rules Manage CTR

গুগল ট্যাগ ম্যানেজার এন্ড এপ্লিকেশন

Structure of Google Tag Manager

  • Introduction to GTM

  • Structure of GTM

  • Tag, Trigger, and Variable

  • Tag, Trigger, Variable – Part 2

  • Practically Set Tag, Trigger, and Variable

Practical Understanding of GTM

  • Variable

  • Variable Version

  • Workspace

  • Version

  • User Management & Admin

  • Export & Import Container

Connect GTM to Website

Connect GTM to WordPress

Base Pixel and Template

  • Facebook Base Pixel Connect to GTM

  • Google Tag Assistant

  • Custom Template Explanation

Application of GTM

  • Click Trigger – Part 1

  • Button Track – GTM

  • Pixel as Constant

  • Page View Event

  • Delete, Pause, Folder – GTM

  • Element Visibility Trigger

  • YouTube Video View

  • Scroll Depth Event

  • Add to Cart – GTM

  • Purchase Trigger

ডাটা লেয়ার এন্ড ই-কমার্স ট্র্যাকিং

Data Layer Understanding

  • Data Layer New

  • Understanding Data Layer

  • Why Data Layer is Important

Data Layer Activation

  • GTM and Pixel Integration

  • Data Layer Activation

  • Data Source

Schema and Variable

  • View Item vs View Item List
  • Understanding Schema Markup
  • Array Variable and Data Layer Variable
  • Array and Data Layer Variable – Part 2

Dynamic Variable

  • View Content Event Setup

  • Understanding Dynamic Variable

  • Data Layer Variable Creation

  • Recheck Data Layer Variable

  • View Content Event with Dynamic Variable

  • Add to Cart Event with Dynamic Variable

Event Setup

  • Begin Checkout

  • What is Purchase Event

  • How Purchase Event Works

  • Purchase Event Variable Setup

  • Custom JavaScript Code for Purchase Event

  • Purchase Event (Tag and Trigger Setup)

প্রাক্টিক্যালি ই-কমার্স ট্র্যাকিং উইথ ডাটা লেয়ার

Intro Class

  • Why Data Layer

Download Your Necessary Document

  • Doc File of User-Defined Data Layer Variable

Account Creation and Connection

  • Data Layer Enable

  • Understanding Property

  • View Content and Add to Cart Event

  • Complexity of Checkout Event

  • Initial Checkout Event and CJS (Custom JavaScript)

  • Purchase Event Creation

সার্ভার সাইড ট্র্যাকিং

Introduction to Server Side Tracking

  • Browser Side Tracking

  • Server Side Tracking

  • Stape.io Account Creation

Server Container Creation

  • Server Container Creation

  • Server Container Access

Connect Server with GTM

  • Introduction to Servers

  • Google Cloud Server

  • Connect Server with GTM

Preparation Class

  • Preparation Class

SS Page View Event Creation

  • SS Page View Event Explanation

  • FBP and FBC Explanation

  • Variable Creation for SS Page View

  • SS Page View Event Creation

SS Add to Cart Event Creation

  • SS Add to Cart Event

Begin Checkout Event Creation

  • SS Begin Checkout Event

SS Purchase Event Creation

  • SS Purchase Event Creation

CAPI & Deduplication

  • Revise Class

  • FB CAPI Tag Creation

  • FB CAPI Trigger

  • Deduplication

কোর্স মেন্টর

রাসেল এ কাউসার

হ্যালো, আমি রাসেল এ কাউসার, একজন ডিজিটাল মার্কেটার, বেস্ট সেলার লেখক, অন্ট্রেপ্রনার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং ট্রেইনার। গত ৭ বছর ধরে নিজের মার্কেটিং এজেন্সি “Team Digital” থেকে দেশি বিদেশি অসংখ্য ব্র‍্যান্ডের সাথে কাজ করেছি, বাংলাদেশ সরকারের “Digital Entrepreneurship” বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে একজন ট্রেইনার হদায়িত্ব পালন করেছি, Ostad এর মতন দেশ সেরা ট্রেইনিং প্ল্যাটফর্মে এক হাজারের বেশি স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হতে হেল্প করেছি।

ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে আরেকটু স্পেসিকভাবে যদি বলি একজন ফ্রিল্যান্সার, একজন উদ্যোক্তা এবং একজন ডিজিটাল কন্সাল্টেন্ট হিসেবে গত ৭ বছরে আমার যে এক্সএরিয়েন্স মূলত সেই এক্সপেরিয়েন্সটাই আমি এখানে "Most Advance Meta Marketing MasterClass" প্রোগ্রামের ভিতর আপনাকে শিখাতে যাচ্ছি।

🎁

কোর্স বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

বোনাস

বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস বোনাস

ফেসবুক মার্কেটিং কোর্স মডিউল

কোর্সটি কিনব কিভাবে?

কিভাবে কোর্সটি কিনবেন?
কিভাবে কোর্স এক্সেস পাবেন?
কিভাবে সাপোর্ট সিস্টেমে জয়েন হবেন?

মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাস যেহেতু একটি প্রিরেকর্ডেড কোর্স তাই আপনি “এখনই এনরোল করুন” বাটনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করার এক ঘন্টার মধ্যেই আপনার ইমেইল আইডিতে আমাদের লগিন ডিটেইল সহ Confirmation ইমেইল এবং কোর্সের Access পেয়ে যাবেন। আর হ্যা সাথে Learning Mate Private Community এর একটা সিক্রেট লিংকও পাবেন। কোর্স চলাকালীন যে কোন সাপোর্টের জন্য আমাদের সিক্রেট গ্রুপে মাস্ট জয়েন হয়ে নিবেন।

আমাদের মোস্ট এডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টারক্লাসে আপনি জয়েন করুন আর না করুন আপনার জন্য রইলো শুভকামনা।

আপনাদের

সচরাচর জিজ্ঞাসা

আমাদের মোস্ট এডভান্স মেটা মার্কেটিং কোর্সটি হচ্ছে মূলত একটি প্রিরেকর্ডেড কোর্স। এই কোর্সের সাথে আপনাকে প্রব্লেম সলভিং ক্লাস এবং কমিউনিটি সাপোর্ট দেয়া হবে।

কম্পিউটার বা ল্যাপটপ সাথে ইন্টারনেট এবং ফেসবুক চালাতে জানলেই চলবে। বাকিটুকু আমাদের দায়িত্ব।

না, আমরা কোর্স পারচেজ করার পর কেও কে পেমেন্ট রিফান্ড করি না। সো কোর্সটি পারচেজ করার আগেই আপনাকে অনুরোধ করবো চিন্তা ভাবনা করে কোর্সটি পারচেজ করার জন্য।

কোর্সে এনরোল করার জন্য বা কোর্সের পেমেন্ট করার জন্য উপরের দিকে যে কোন “এখনই এনরোল করুন” বাটনে চাপ দিলে আপনাকে আমাদের পেমেন্ট পেজে পাঠিয়ে দিবে। আর পেমেন্ট পেজে গেলেই আপনি কোর্সে পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক ডিটেইল খুজে পাবেন।

সহজ প্রশ্নের সহজ উত্তর, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ১৫/১৬ বছর পড়াশোনা করিয়ে আপনাকে চাকরি বা ইনকামের গ্যারান্টি দিতে পারেনি, সো আমরা জাস্ট ছোট্ট একটা কোর্স করিয়েই আপনাকে কোন ধরনের গ্যারান্টি দিতে পারছি না। তবে এতটুকু কথা দিচ্ছি, আপনি আগের চাইতে অনেক বেশি স্কিল্ড হবেন, অনেক বেশি। আর স্কিল থাকলে কেও ঘরে বসে থাকে না। সো আমরা আশাবাদী আপনি ও থাকবেন না।

আপনি কোর্সে এনরোল করার পর আপনার মেইলে আমাদের একটা প্রাইভেট কমিউনিটির লিংক চলে যাবে। সেই কমিউনিটিতে জয়েন করলেই আপনি সাপোর্ট রিলেটেড সব উত্তর পেতে যাবেন।

আপনার কোর্স এক্সেস লাইফটাইম থাকবে। তবে আপনার কোর্স সাপোর্ট সিস্টেম দুই বছর পর্যন্ত এক্টিভ থাকবে।

ডেফিনিটলি আমাদের কোর্সোটি রেগুলার আপডেট করা হবে। যখন মেটার তরফ থেকে নতুন কোন রুলস বা ফাংশান বা আপডেট আসবে সাথে সাথে কোর্সের ভিতর সেটা আপডেট করে আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়া হবে

খাতির চলছে

Most Advance Facebook Marketing Masterclass

Original price was: 6,000৳ .Current price is: 2,400৳ .

OFFER TIME ENDS IN:

Days
Hours
Minutes
Seconds

*Last date: November 29, 2024. Don't Miss This Offer